Recent Tube

ভূল করা দোষের নয়ভূল করে তাতে অটল থাকা দোষের।। মুহাম্মদ রুকুনুজ্জামান চৌধুরী



ভূল করা দোষের নয়
ভূল করে তাতে অটল থাকা দোষের।।

ভাবনা করে কাজ করিলে 
সব কাজই যে সঠিক।
ইনসানিয়াত কয় কি তারে
দেখায়ওতো ভাই লজিক।

আদম সন্তান ভুলে ভরা
রাসুল সা: এর বাণী।
ভূলও হবে শুদ্ধ হবে
এটাই মোরা জানি।

ভূল হইলে লাজ কি তাথে
শুদ্ধতাকে খুঁজি।
কি ভূল ছিল কি ভূল হলো
ভালোভাবে বুঝি।

রবের কাছে অধিক প্রিয়
ভূল করে যে বুঝে।
আল্লাহ ভীতি ঠাই দেয় মনে
সঠিক রাস্তা খুঁজে।

তাওবা করে আসে ফিরে 
ঘটমান ভুল থেকে।
ভূল হলেইতো শুদ্ধ হবে
তাতে লাজের কি আর থাকে?

Post a Comment

0 Comments