Recent Tube

আল কুরআন।




 

   
                      সূরা হিজর ;

সূরা নম্বরঃ ১৫, 
আয়াত নম্বরঃ ৩৬;
قَالَ رَبِّ فَاَنْظِرْنِىْۤ اِلٰى يَوْمِ  يُبْعَثُوْنَ
সে বলিল, হে আমার প্রতিপালক! পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন।'
  
   আয়াত নম্বরঃ ৩৭;
قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَۙ
  তিনি বলিলেন, যাহাদেরকে অবকাশ দেওয়া হইয়াছে তুমি তাহাদের অন্তর্ভুক্ত হইলে।

    আয়াত নম্বরঃ ৩৮;
اِلٰى يَوْمِ الْوَقْتِ  الْمَعْلُوْمِ
   অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।'

     আয়াত নম্বরঃ ৩৯;
قَالَ رَبِّ بِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاُزَيِّنَنَّ لَهُمْ فِى الْاَرْضِ وَلَاُغْوِيَـنَّهُمْ اَجْمَعِيْنَۙ
   সে বলিল, হে আমার প্রতিপালক! আপনি যে আমাকে বিপথগামী করিলেন তজ্জন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপকর্মকে অবশ্যই শোভন করিয়া তুলিব এবং আমি উহাদের সকলকেই বিপথগামী করিব।

     আয়াত নম্বরঃ ৪০;
اِلَّا عِبَادَكَ مِنْهُمُ  الْمُخْلَصِيْنَতবে উহাদের মধ্যে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত।'








Post a Comment

0 Comments