Recent Tube

অবশেষে বাইডেন মেইড দ্যা কল এন্ড টোল্ড নাতানিয়াহু টু স্টপ এট্যাকিং গাজা। সাবিনা আহমেদ।

       


  

অবশেষে বাইডেন মেইড দ্যা কল এন্ড টোল্ড নাতানিয়াহু টু স্টপ এট্যাকিং গাজা। 
---------------------

      যদিও বলেছে আমেরিকা ইসরায়েলের রাইট টু ডিফেন্ডকে সাপোর্ট করে। অর্থাৎ, আমি তোমার পাশেই আছি, তবে এবার থামো। 

      আমেরিকার ভিতরে ফিলিস্তিনিদের পক্ষে  জনগনের চাপ বেড়েছে, মনে আছে গতকাল বলেছিলাম টাইডস আর টার্নিং?  এর উপর আছে প্রোগ্রেসিভ ডেমোক্র্যাটিক সিনেটরস আর  কংগ্রেসমেন আর শক্তিশালী একটা লেজিসলেটিভ বডি, যারা গত কয়েকদিন বাইডেনকে ইসরায়েলের গাজা হামলা থামানোর জন্য অত্যন্ত চাপে রেখেছিল।  

      অবশেষে সেই চাপে পড়ে বাইডেন নাতানিয়াহুকে ফোন করে জানিয়েছে আমেরিকা চায় ইসরায়েল গাজায় হামলা এখন বন্ধ করুক। 

     ট্রাম্প হলে তার সরকারকে এই অবস্থানে যেতে কেউ বাধ্য করতে পারত না, আর রিপাবলিকান সিনেটর/ কংগ্রেসম্যানদের মাঝেও এমন কেউ নাই যারা চায় ইসরায়েল হামলা বন্ধ করুক,, তাদের কেউ নাই যারা একজোট হয়ে ট্রাম্পকে বাধ্য করতে পারত নাতানিয়াহুকে এমন কল করাতে। আর ডেমোক্র্যাটিক সিনেটর কংগ্রেসম্যানদের কথা ট্রাম্প কখনই শুনে নাই, আর এই ব্যাপারে তো  শুনতই না।
 
       আর এখানেই ট্রাম্প আর বাইডেনের মাঝে  পার্থক্য। আমি নিজেও বাইডেন, কমলা হ্যারিসকে টুইট করে আমার ধিক্কার জানিয়েছিলাম । আমার মতন হাজার মানুষ তাদের টুইট করেছে।  বাইডেন শেষ পর্যন্ত নাতানিয়াহুকে হামলা বন্ধ করতে তো বলেছে!  এবার  দেখি ইসরায়েল কি করে।

      সাংবাদিকদের জানানো হয়েছে যে ৪৮ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি আসতে পারে, আর এর জন্য সবচেয়ে কার্যকর ভুমিকা রেখেছে মিসর।
------------------------------------------------------------
লেখকঃ প্রবন্ধ লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments