Recent Tube

এনালাইসিস, আমান আব্দুল্লাহ।

 




     


"শোনো মিথ্যুক! এই দুনিয়ায় পুর্ণ যার ঈমান,
শক্তিধর সে টলাইতে পারে ইঙ্গিতে আসমান।" 





       একজন সাহিত্যিক কতটা গভীরভাবে মানুষের জীবনকে অনুভব করতে পারেন এবং কতটা শক্তিশালীভাবে সেই বোধকে প্রকাশ করতে পারেন, কাজী নজরুল ইসলামের 'কৃষকের ঈদ' কবিতাটা তার একটা উদাহরণ। 

 "কোথায় ইমাম? কোন সে খোৎবা পড়িবে আজিকে ঈদে?
চারিদিকে তব মুর্দার লাশ, তারি মাঝে চোখে বিঁধে 
জরির পোশাকে শরীর ঢাকিয়া ধণীরা এসেছে সেথা,
এই ঈদগাহে তুমি ইমাম, তুমি কি এদেরই নেতা?
নিঙ্গাড়ি’ কোরান হাদিস ও ফেকাহ, এই মৃতদের মুখে
অমৃত কখনো দিয়াছ কি তুমি? হাত দিয়ে বল বুকে।
নামাজ পড়েছ, পড়েছ কোরান, রোজাও রেখেছ জানি,
হায় তোতাপাখি! শক্তি দিতে কি পেরেছ একটুখানি?
ফল বহিয়াছ, পাওনিক রস, হায় রে ফলের ঝুড়ি,
লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় নাকো নুড়ি।" 

   কথাগুলোকে বর্তমান সময়ের সাথে মেলালে, আজকে ঈদ করার একমাত্র হকদার তো ফিলিস্তিনিরা। যারা মৃত্যুর সামনে দাঁড়িয়ে হাসতে পারে। আর আমরা যারা আতর মেখে বিলাসী ঈদ করছি, পুরো পৃথিবী জুড়ে আমাদের নির্বাক ও লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকার কথা। মোল্লারা যেদিন সারা পৃথিবীজুড়ে ঘোষণা দিতে পারবে, আমরা ঈদ করার হকদার না, সেদিন হয়তো আমরা কিছুটা আগাবো। এইরকম অবস্থায় ঈদ কেমনে হয়? 

"শোনো মিথ্যুক! এই দুনিয়ায় পুর্ণ যার ঈমান,
শক্তিধর সে টলাইতে পারে ইঙ্গিতে আসমান।" 

   কবি নজরুল ভালোই বুঝেছিলেন, আমাদের চেয়ে অনেক বেশি। আমরা টেকনলজি বুঝি, সমরশক্তি, কৌশল, হেকমত, রাজনীতি সবই বুঝি কিন্তু ঈমান বুঝি না। 

  "আল্লাহর নাম লইয়াছ শুধু, বোঝনিক আল্লারে।
নিজে যে অন্ধ সে কি অন্যরে আলোকে লইতে পারে?
নিজে যে স্বাধীন হইলনা সে স্বাধীনতা দেবে কাকে?
মধু দেবে সে কি মানুষে, যাহার মধু নাই মৌচাকে?

  কোথা সে শক্তি- সিদ্ধ ইমাম, প্রতি পদাঘাতে যার
আবে- জমজম শক্তি- উৎস বাহিরায় অনিবার?
আপনি শক্তি লভেনি যে জন, হায় সে শক্তি-হীন
হয়েছে ইমাম, তাহারি খোৎবা শুনিতেছি নিশিদিন।
দীন কাঙ্গালের ঘরে ঘরে আজ দেবে যে নব তাগিদ
কোথা সে মহা- সাধক আনিবে যে পুন ঈদ?
ছিনিয়া আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি,
ফুরাবে না কভু যে হাসি জীবনে, কখনো হবে না বাসি।
সমাধির মাঝে গণিতেছি দিন, আসিবেন তিনি কবে?
রোজা এফতার করিব সকলে, সেই দিন ঈদ হবে।" 

   গত কয়েকদিনে বারবার যখন চিন্তা করেছি, সমাধান কি? উত্তর একটাই, কমপিটেন্ট লিডারশিপ। যতদিন আমরা তা পাবো না, ততদিন নেতানিয়াহু-মোদী-হাসিনাদের পায়ের তলে পিষে মরতে হবে। 
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments