Recent Tube

আল কুরআন।



               সূরা -হির ;

সূরা নম্বরঃ ১৫, 
আয়াত নম্বরঃ ১১;
وَمَا يَاْتِيْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا  كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ
তাহাদের নিকট আসে নাই এমন কোন রাসূল যাহাকে তাহারা ঠাট্টা-বিদ্রূপ করিত না।

  আয়াত নম্বরঃ ১২;
كَذٰلِكَ نَسْلُكُهٗ فِىْ قُلُوْبِ الْمُجْرِمِيْنَۙ
এইভাবে আমি অপরাধীদের অন্তরে উহা সঞ্চার করি।
   
   আয়াত নম্বরঃ ১৩;
لَا يُؤْمِنُوْنَ بِهٖ‌ۚ وَقَدْ خَلَتْ سُنَّةُ الْاَوَّلِيْنَ
 ইহারা কুরআনের প্রতি ঈমান আনিবে না এবং অতীতে পূর্ববর্তীদেরও এই আচরণ ছিল।

     আয়াত নম্বরঃ ১৪;
وَلَوْ فَتَحْنَا  عَلَيْهِمْ بَابًا مِّنَ السَّمَآءِ فَظَلُّوْا فِيْهِ يَعْرُجُوْنَۙ
যদি উহাদের জন্য আকাশের দুয়ার খুলিয়া দেই এবং উহারা সারাদিন উহাতে আরোহণ করিতে থাকে।

    আয়াত নম্বরঃ ১৫;
لَـقَالُوْۤا اِنَّمَا سُكِّرَتْ  اَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُوْرُوْنَ
 তবুও উহারা বলিবে, আমাদের দৃষ্টি সম্মোহিত করা হইয়াছে; না, বরং আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায়।'

     আয়াত নম্বরঃ ১৬;
وَلَـقَدْ جَعَلْنَا فِى السَّمَآءِ بُرُوْجًا وَّزَيَّـنّٰهَا لِلنّٰظِرِيْنَۙ
  আমি আকাশে গ্রহ-নক্ষত্র সৃষ্টি করিয়াছি এবং উহাকে সুশোভিত করিয়াছি দর্শকদের জন্য;
 
    আয়াত নম্বরঃ ১৭;
وَحَفِظْنٰهَا مِنْ كُلِّ شَيْطٰنٍ  رَّجِيْمٍۙএবং প্রত্যেক অভিশপ্ত শয়তান হইতে আমি উহাকে রক্ষা করিয়া থাকি;

     আয়াত নম্বরঃ ১৮;
اِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَاَ تْبَعَهٗ شِهَابٌ مُّبِيْنٌ
কিন্তু কেহ চুরি করিয়া সংবাদ শুনিতে চাহিলে উহার পশ্চাদ্ধাবন করে প্রদীপ্ত শিখা।

   আয়াত নম্বরঃ ১৯;
وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَيْنَا فِيْهَا رَوَاسِىَ وَاَنْۢبَتْنَا فِيْهَا  مِنْ كُلِّ شَىْءٍ مَّوْزُوْنٍ
আর পৃথিবী, উহাকে আমি বিস্তৃত করিয়াছি, উহাতে পর্বতমালা স্থাপন করিয়াছি; এবং আমি উহাতে প্রত্যেক বস্তু উদ্গত করিয়াছি সুপরিমিতভাবে,

    আয়াত নম্বরঃ ২০;
وَجَعَلْنَا لَـكُمْ فِيْهَا مَعَايِشَ وَمَنْ  لَّسْتُمْ لَهٗ بِرٰزِقِيْنَ
  এবং উহাতে জীবিকার ব্যবস্থা করিয়াছি তোমাদের জন্য, আর তোমরা যাহাদের জীবিকা দাতা নও তাহাদের জন্যও।













Post a Comment

0 Comments