Recent Tube

আল কুরআন।



 
                             সূরা হিজর, 


সূরা নম্বরঃ ১৫, 
আয়াত নম্বরঃ ৬১
فَلَمَّا جَآءَ اٰلَ لُوْطِ  ۨالْمُرْسَلُوْنَۙ
ফিরিশ্তাগণ যখন লূত-পরিবারের নিকট আসিল,
 
   আয়াত নম্বরঃ ৬২
قَالَ اِنَّـكُمْ قَوْمٌ  مُّنْكَرُوْنَ
 তখন লূত বলিল, তোমরা তো অপরিচিত লোক।'

      আয়াত নম্বরঃ ৬৩;
قَالُوْا بَلْ جِئْنٰكَ بِمَا كَانُوْا فِيْهِ يَمْتَرُوْنَ
 তাহারা বলিল, না, উহারা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল আমরা তোমার নিকট তাহাই লইয়া আসিয়াছি;

    আয়াত নম্বরঃ ৬৪
وَ اَتَيْنٰكَ بِالْحَـقِّ وَاِنَّا لَصٰدِقُوْنَ
আমরা তোমার নিকট সত্য সংবাদ লইয়া আসিয়াছি এবং অবশ্যই আমরা সত্যবাদী;

     আয়াত নম্বরঃ ৬৫;
فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ  الَّيْلِ وَاتَّبِعْ اَدْبَارَهُمْ وَلَا يَلْـتَفِتْ مِنْكُمْ اَحَدٌ وَّامْضُوْا  حَيْثُ تُؤْمَرُوْنَ
 সুতরাং তুমি রাত্রির কোন এক সময়ে তোমার পরিবারবর্গসহ বাহির হইয়া পড় এবং তুমি তাহাদের পশ্চাদনুসরণ কর এবং তোমাদের মধ্যে কেহ যেন পিছন দিকে না তাকায়; তোমাদেরকে যেখানে যাইতে বলা হইতেছে তোমরা সেখানে চলিয়া যাও।'




Post a Comment

0 Comments