Recent Tube

আলকুদুস নিয়ে মাহমুদ দারবিশের সেরা কবিতা; অনুবাদ ও সংকলনে, ড.এম,আব্দুস সালাম আজাদী।






 
আলকুদুস নিয়ে মাহমুদ দারবিশের সেরা কবিতা।
--------------------------------- 
আলকুদুসে ওরা আমাকে মেরে ফেলেছে, কিন্তু আমি মরতে ভুলে গেছি।

     আলকুদুসে, মানে পুরণো দেয়ালের মাঝে 
কাল থেকে কালান্তরে আমি বন্দি, আমাকে সোজা পথে নেয়ার মত কোন স্মৃতি নেই
কারণ অনেক নবীরা সেখানে পবিত্রতার ইতিহাস ভাগাভাগি করে নিয়েছেন; 
আকাশে উঠে যান, ফিরেও আসেন আধী ও দুঃখ কমিয়ে নিয়ে
ফলে ভালোবাসা ও শান্তি এই শহরে পবিত্র, এবং এগিয়ে আসছেই। 

   আমি নেমে আসা গলির মাঝে হাঁটি ও মনে মনে বলিঃ
পাথরের মাঝে আলোর বর্ণনাকারীরা কিভাবে মাতপার্থ্যক্য করেন?
আলোর কৃপণ পাথর কি যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে?
আমি স্বপনের মাঝে হাঁটি, ও স্বপনের মাঝে চোখ উঁচু করে তাকাই
পেছনে কাওকে দেখিনা, সামনেও কেও নেই
সারা আলোটাই শুধু আমার।

    আমি হাঁটি, হালকা হয়ে যাই, উড়তে থাকি, 
আলোর বিচ্ছুরণে আমি অন্য আরেক জনে পরিণত হই
আমার শব্দরা অঙ্কুরিত হয়, যেমন নবীর (সা) পাহাড়ী পথে গজে ওঠে ঘাসঃ
“যদি তোমরা ঈমান না আনো, নিরাপদেও থাকবেনা কোনদিন”
আমি হাঁটি, যেন আমি অন্য কেউ! 
আমার ক্ষত যেন ইঞ্জিলীয় শাদা গোলাপ।
আর আমার দু’হাত যেন শুলের উপরে দুই পায়রা
উড়ে চলে, বয়ে চলে ভারি পৃথিবি।

   আমি হাঁটি না, আমি উড়ি, আলোর বিচ্ছুরণে আমি অন্য কেও হয়ে যাই।
পা রাখার যায়গা নেই, কোন কাল নেই
তা হলে আমি কে? 
 আমি! আমি নই পবিত্র মেরাজের মাঝে
তবে আমি ভাবি- একা নবী মুহাম্মাদই (সা) শুদ্ধ আরবিতে কথা বলতেন……
এর পর? পরে আর কি?
হঠাৎ রমনি সেনা এক চিৎকার দিয়ে ওঠে, তুমি কি আরেক? তোমাকে মারিনি আমি? 
আমি জবাব দেইঃ আমাকে মেরেছো তুমি, তবে তোমার মত আমিও মরতে ভুলে গেছি।  

(কবিতাটি কবির সকণ্ঠে শুনতে পারেন কমেন্টের লিঙ্কস এ)

Post a Comment

0 Comments