Recent Tube

জিহাদ মানে – জিয়াউল হক।



     জিহাদ  মানে – 
   

 জিহাদ মানে উঁচু শীরে বাঁচতে শেখা-
জিহাদ মানে নিজ ঘরে সুখে থাকা।
জিহাদ মানে মুখ সামলে কথা বলা-
দেখে শুনে, মেপে মেপে পথ চলা -
জিহাদ মানে বাউন্ডুলে মন আগলে রাখা।

 জিহাদ মানে চোখ দু'টোকে নামিয়ে রাখা।
জিহাদ মানে মনের আগল খুলে ফেলে-
প্রেমের গান, জীবনের টান দু পায়ে ঠেলে-
প্রলয়ের মাঝেও নতুন প্রাণের স্বপ্ন আঁকা।

 জিহাদ মানে মাথার ঘামে শুকনো জমিন ভিজিয়ে দেয়া-
জিহাদ মানে সাহারার ঐ বালুচরে ফুল ফোটানো।
জীবন ভরে, রবের পানে বিশ্বটারে ডাকতে থাকা।

 জিহাদ মানে রিক্ত হাতেই বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়া-
ছোট্ট ঐ মুষ্ঠি দিয়ে জঞ্জালের হিমালয় হটানো।
জিহাদ মানে রবের টানে প্রাণটা হাতে ছুটে যাওয়া-
জিহাদ মানে, মৃত্যুমুখেও উচ্চস্বরে ত্বাকবীর হাঁকা।

 জিহাদ মানে এপার হতেই ওপারের ঐ জীবন দেখা।
জিহাদ মানে, জীবন দিয়েই নতুন জীবন কিনতে শেখা!
-----------------------------------------------------------
লেখকঃ ইসলামি চিন্তাবিদ গ্রন্থপ্রনেতা গীতিকার ইতিহাস বিশ্লেষক ইংল‍্যান্ডের বেসরকারী মানসিক হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ও লেখক, ইংল‍্যান্ড।

Post a Comment

0 Comments