Recent Tube

এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি! মোহাম্মদ ইরফান।



                   একটি ম্য গল্প ! ;

এমন দেশটি কোথাও খুজে 
পাবে নাকো তুমি!



    আমি আর আমার সে লোকাল বাসে উঠে পাশাপাশি বসলাম। কিছু সময় পরে বাসের হেল্পার সাহেব এসে বললেন ভাই পাশের সিটে গিয়ে বসেন।

   আমি হেল্পার সাহেবকে বললাম ভাই আমরাতো হাসবেন্ড- ওয়াইফ।আমাদের আলাদা বসার দরকার নেই। 

   একথা শুনে হেল্পার কিছুটা রেগে বললেন-  আর ভাই আপনারা জামাই-বউ হেইডা বাসায়, বাসের ভেতর আলাদা বহেনতো।নাইলে আপনাগো লইগা আমি বিপদে পড়মু।

    একথা শুনে আমি আমার হালাল জিএফ কে রেখে পাশের সিটে ভালোমানুষের মতো বসে পরলাম। এখন এই সিট থেকে ঐ পাশের সিটে আমার হালাল জিএফ কে দেখছি। অনেকটা দুষ্ট ছেলেদের মতো, পাশের সিটের মেয়ে মানুষ দেখার অবস্থা। 

    ভয়ে আছি না জানি এখন আবার কেউ বলে ঐ মিঞা বাসে বইসা পাশের সিটের মেয়ের দিকে এতো তাকাচ্ছেন কেন?

  সাথে কাবিননামা-ও নেই, অনেক চিন্তায় আছি ফ্রান্স,

   বাংলাদেশের সরকারের এই সামাজিক দূরত্বের বিধিনিষেধ অনেক কিউট মনে হচ্ছে আমার, সত্যি আমি পুলকিত হয়েছি 

    এজন্যই কবি বলেছেন - " এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি "
--------------------------------- 
লেখকঃ 
শিক্ষক, প্রবন্ধ,লেখক, ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments