Recent Tube

আল্লাহর পথে সংগ্রাম / জিহাদ, প্রিয় হতে হবে। শামীম আজাদ।




   নিম্নে বর্ণিত আটটি জিনিসের চেয়ে জিহাদই  
   প্রিয় হতে হবে। যদি প্রিয় না হয় তাহলে    
  আল্লাহর ফায়সালা পর্যন্ত অপেক্ষা করুন।

  ব্যক্তিবাচক ;
১. তোমাদের পিতা/ বাপদাদা (ابَآؤُكُمْ)
২. সন্তান (أَبْنَآؤُكُمْ)
৩. ভাই (إِخْوٰنُكُمْ)
৪. স্ত্রী,  (أَزْوٰجُكُمْ)
৫. আত্মীয়-স্বজন (عَشِيرَتُكُمْ)

  বস্তুবাচক ;
৬. উপার্জিত সম্পদ, (أَمْوٰلٌ)
৭. ব্যবসায়ে মন্দা দেখা দেয়ার ভয়ে ব্যতিব্যস্ত (وَتِجٰرَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا) এবং  
৮. বাসস্থান (مَسٰكِنُ)

قُلْ إِن كَانَ ءَابَآؤُكُمْ وَأَبْنَآؤُكُمْ وَإِخْوٰنُكُمْ وَأَزْوٰجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوٰلٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجٰرَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسٰكِنُ تَرْضَوْنَهَآ أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِۦ وَجِهَادٍ فِى سَبِيلِهِۦ فَتَرَبَّصُوا حَتّٰى يَأْتِىَ اللَّهُ بِأَمْرِهِۦ ۗ وَاللَّهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِينَ

       হে নবী! বলে দাও, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান ও তোমাদের ভাই তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয়-স্বজন, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের যে ব্যবসায়ে মন্দা দেখা দেয়ার ভয়ে তোমরা তটস্থ থাক এবং তোমাদের যে বাসস্থানকে তোমরা খুবই পছন্দ কর-এসব যদি আল্লাহ‌ ও তার রসূল এবং তাঁর পথে জিহাদ করার চাইতে তোমাদের কাছে বেশী প্রিয় হয়, তাহলে আল্লাহর ফায়সালা তোমাদের কাছে না আসা পর্যন্ত অপেক্ষা কর আল্লাহ ফাসেকদেরকে কখনো সত্য পথের সন্ধান দেন না।
সূরা তাওবাঃ ২৪

يٰٓأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا مَا لَكُمْ إِذَا قِيلَ لَكُمُ انفِرُوا فِى سَبِيلِ اللَّهِ اثَّاقَلْتُمْ إِلَى الْأَرْضِ ۚ أَرَضِيتُم بِالْحَيٰوةِ الدُّنْيَا مِنَ الْءَاخِرَةِ ۚ فَمَا مَتٰعُ الْحَيٰوةِ الدُّنْيَا فِى الْءَاخِرَةِ إِلَّا قَلِيلٌ
    হে ঈমানদারগণ!  তোমাদের কি হলো, যখনই তোমাদের আল্লাহর পথে বের হতে বলা হলো, অমনি তোমরা মাটি কামড়ে পড়ে থাকলে? তোমরা কি আখেরাতের মোকাবিলায় দুনিয়ার জীবন পছন্দ করে নিয়েছো? যদি তাই হয় তাহলে তোমরা মনে রেখো, দুনিয়ার জীবনের এমন সাজ সরঞ্জাম আখেরাতে খুব সামান্য বলে প্রমাণিত হবে।
সূরা তাওবাঃ ৩৮

    আল্লাহর ফায়সালা হলো;

     তোমাদের হটিয়ে দিয়ে সেখানে আল্লাহ‌ অন্য কোন দলকে দ্বীনের নিয়ামত দান করবেন। তদেরকে দ্বীনের ধারক ও বাহক হবার মর্যাদায় উন্নীত করবেন। এ সঙ্গে মানুষকে সৎপথে পরিচালনা করার নেতৃত্বও তাদের হাতে সোপর্দ করবেন।

   إِلَّا تَنفِرُوا يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّوهُ شَيْـًٔا ۗ وَاللَّهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيرٌ
তোমরা যদি না বের হও তাহলে আল্লাহ‌ তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং তোমাদের জায়গায় আর একটি দলকে ওঠাবেন, আর তোমরা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না। তিনি সব জিনিসের ওপর শক্তিশালী।
সূরা তাওবাঃ ৩৯;
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments