Recent Tube

তাওবা করতে লজ্জিত হয়োনা কারণ তোমার গুনাহের চাইতে আল্লাহর ক্ষমা অনেক বড়। মীর মোহাম্মদ ফয়সাল।





তাওবা করতে লজ্জিত হয়োনা কারণ তোমার গুনাহের চাইতে আল্লাহর ক্ষমা অনেক বড়।
--------------------------------- 

    কোনদিন নিজেকে প্রশ্ন করেননি আপনি কেন পৃথিবীতে আসলেন, আসার উদ্দেশ্য কি? আপনার গন্তব্য কোথায়, কিভাবে বেঁচে আছেন, কে বাচিয়ে রাখছে, দেহে কি আছে যা থাকলে বেঁচে থাকে আর যা চলে গেলে মরে যায় মানুষ? এখনও কি ভাবার সময় আসেনি?

      আজকে ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন? আপনার উত্তর যদি হয় না তবে ভাবুন।
রতিদিন হারাম উপার্জন করে বাসায় ফেরেন, কোনদিন চিন্তাও করেননি আপনাকে মরতে হবে, ভাবুন একদিন আপনারও বিচার হবে ।
কয়েকজন আপনাকে সালাত আদায়ের কথা বলেছে, তবে কোনদিন সেই কথা গায়েও লাগাননি, কোনদিন জানতেও চেষ্টা করেননি নামাজের গুরুত্ব, তবে ভাবুন একদিন আপনারও বিচার হবে।

    প্রতিদিন হারাম উপার্জন করে বাসায় ফেরেন, কোনদিন চিন্তাও করেননি আপনাকে মরতে হবে, ভাবুন একদিন আপনারও বিচার হবে ।

   তবে ভাবুন একদিন আপনারও বিচার হবে।

    রাসুল (সা) বলেন,"আল্লাহ তাঁর সেই বান্দার মুখ উজ্জ্বল করুন যে আমার কথা শুনেছে,সেগুলো মনে রেখেছে,বুঝেছে এবং অনে্যর কাছে পৌছে দিয়েছে।কারন কেউ নিজে ফকীহ (জ্ঞানী) না হয়েও ফিকহ (জ্ঞান) বহনকারী হতে পারে।আবার কেউ তার নিজের চাইতে বড় ফকীহ (জ্ঞানী) এর নিকটও ফিকহ (জ্ঞান)
পৌছে দিতে পারে।" 
(আবু দাউদ,তিরমিযী ও আহমদ থেকে বর্ণিত)
কেননা 
নবী করীম (স:) বলেছেন "প্রচার করো, যদি একটিমাত্র আয়াতও হয়"
[সহীহ বুখারি ৩৪৬১]
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments