Recent Tube

আল কুরআন।




                   সূরা আন-নাহাল,

আয়াত নম্বরঃ ১৬;
وَعَلٰمٰتٍ‌ؕ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُوْنَ
 এবং পথনির্ণায়ক চিহ্নসমূহও। আর উহারা নক্ষত্রের সাহায্যেও পথের নির্দেশ পায়।


     আয়াত নম্বরঃ ১৭
اَفَمَنْ  يَّخْلُقُ كَمَنْ لَّا يَخْلُقُ‌ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ
 সুতরাং যিনি সৃষ্টি করেন তিনি কি তাহারই মত, যে সৃষ্টি করে না ? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না?

    আয়াত নম্বরঃ ১৮;
وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ  لَا تُحْصُوْهَاؕ اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ
  তোমরা আল্লাহ্‌র অনুগ্রহ গণনা করিলে উহার সংখ্যা নির্ণয় করিতে পারিবে না। আল্লাহ্ তো অবশ্যই ক্ষমাপরায়ণ, পরম দয়ালু।

   আয়াত নম্বরঃ ১৯, 
وَاللّٰهُ يَعْلَمُ مَا تُسِرُّوْنَ وَ مَا تُعْلِنُوْنَ
   তোমরা যা গোপন রাখো এবং যা প্রকাশ করো আল্লাহ্ তা জানেন।
তোমরা যা গোপন রাখো এবং যা প্রকাশ করো আল্লাহ্ তা জানেন।

  আয়াত নম্বরঃ ২০
وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَخْلُقُوْنَ  شَيْــًٔا وَّهُمْ يُخْلَقُوْنَؕ
উহারা আল্লাহ্ ব্যতীত অপর যাহাদেরকে আহ্বান করে তাহারা কিছুই সৃষ্টি করে না, তাহাদেরকেই সৃষ্টি করা হয়।

  

Post a Comment

0 Comments