Recent Tube

মুসলিমদের আরবী ভাষা শেখা কেন জরুরি? শাইখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।







 
মুসলিমদের আরবী ভাষা শেখা কেন জরুরি?

১. আল্লাহ তা’য়ালা আরবী ভাষাকেই কোরআনের ভাষা হিসেবে মনোনীত করেছেন। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয় আমি একে আরবী কুরআনরূপে নাযিল করেছি যাতে তোমরা বুঝতে পার।” [সূরা ইউসূফ, আয়াত :৩]। 

  আরবি মাতৃভাষা হয়েও এ ভাষা শেখার বিষয়ে উমর (রা.) বলেন,  আরবি ভাষা শিখুন; এটা আপনার জ্ঞানকে শানিত করবে।

ইবনে তাইমিয়া (র.) বলেন, নিশ্চই আরবী ভাষা হলো দ্বীনের অংশ, এবং তার জ্ঞানার্জন করা ওয়াজীব। (ইকতেদাউস সিরাতুল মুসতাকীম. ২/২০৭)।

২. বিশ্বের ৪২২ মিলিয়ন আরব জনগোষ্ঠী এবং দেড়শ' কোটিরও বেশি মুসলিম তাদের দৈনন্দিন জীবনে এ ভাষা ব্যবহার করে থাকেন। তাই যুগ ও বাস্তবতার নিরিখে আরবি ভাষা শিখা খুবই জরুরি।

৩. দেশের রেমিটেন্সের সিংহভাগই অর্জিত হয় আরবি ভাষার দেশসমূহ থেকে। তাই দেশের রেমিটেন্স বাড়ানো, অর্থনীতিকে চাঙা করা, আয় ও উন্নতির স্বার্থে আরবি ভাষাকে গুরুত্ব দেওয়া সময়ের দাবি।

   কিন্তু আরবী ভাষা প্রশিক্ষন ছাড়া এই লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব নয়। এবং কোরআন সুন্নাহের সঠিক ও বিশুদ্ধ জ্ঞানার্জন ও বিশুদ্ধ ইসলাম চর্চাও অসম্ভব। কোরআনের সেই সম্মানিত ভাষার সঠিক জ্ঞানার্জনে আমরা অভিজ্ঞ প্রশিক্ষকের বিকল্প দেখি না। 

    সুতরাং, আমাদের এই কোর্সের প্রশিক্ষক হিসাবে থাকবেন শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। 
যিনি, মদীনা ইসলামিক বিশ্ববিদ্যালয় হতে শরিয়াহ বিষয়ে পড়াশুনা শেষ করে সৌদি আরব এর ধর্ম মন্ত্রনালয় এর ইসলামিক এফেয়ারস এর প্রতিনিধি হিসাবে দায়িত্বরত সেই সাথে সিলেটের সুপ্রাচীন কুদরত উল্লাহ জামে মসজিদ এর ইমাম ও খতিব, এবং বিভিন্ন প্রতিষ্টানে আরবী এবং হাদিসের প্রভাষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

♦ পৃথক দুটি ব্যাচে ভর্তি চলছে:
* কলেজ, ইউনিভার্সিটি শিক্ষার্থী ব্যাচ: প্রতি শনি ও বুধবার, সকাল: ৬:৩০ - ০৯:০০ ঘটিকা। (বয়স: ১৫+)

* মাদ্রাসা শিক্ষার্থী ব্যাচ: প্রতি রবি ও বৃহস্পতিবার, সকাল ০৭.০০ - ১০.০০ ঘটিকা। 
(বয়স: ১৫+)।

♦ কোর্সের পাঠ্যবই:
পাঠ্যবই হিসেবে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিপ্লমা ইন এ্যরাবিক ল্যাংগুয়েজের সিলেবাসের অর্ন্তভূক্ত ড. ফা আব্দুর রহীমের মাদিনা এ্যরারবিক রিডার (কালার বুক ৮ ভলিউম) বইটি নির্ধারণ করা হয়েছে।

♦ অ্যারাবিক ল্যাংগুয়েজ কোর্সের প্রত্যাশিত ফলাফল: 
ইনশা-আল্লাহ এই কোর্স সফলভাবে সম্পন্ন শেষে একজন শিক্ষার্থী আশা রাখতে পারেন যে:
১. ক্কোরআন, হাদিস ও তাফসীর এর অ্যারাবিক টেক্সট সরাসরি পড়তে এবং বুঝতে সক্ষম হবেন।

২. দেশে এবং দেশের বাহিরে অ্যারাবিক ল্যাংগুয়েজের যে সমস্ত প্রোগ্রাম হয়ে থাকে সে সব প্রোগ্রামের ভর্তির জন্য যথাযথ যোগ্যতা অর্জন করতে সক্ষম হবেন।

৩. আরবী ভাষাভাষী পরিবেশে আরবী স্বতঃস্ফূর্তভাবে বলতে ও লিখতে পারবেন।

♦ কোর্সের বৈশিষ্ট্য:
* দৈনন্দিন জীবনে ব্যবহৃত অ্যারাবিক  শব্দসমূহের ভকাবুলারী প্রদান।
* কোরআনের নাউন ও ভার্ব সমূহ প্রদান।
* এ্যাসাইনমেন্ট পেপার।
* মাসিক ও সেমিষ্টার পরিক্ষা।
* কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।

♦ কোর্সের বিবরণ:
কোর্সের মেয়াদ:  ৪০০ ঘণ্টা, (২০ মাস)
সেমিস্টার সংখ্যা: ৪টি
প্রত্যেক সেমিস্টারের মেয়াদ: ১০০ ঘন্টা, (৫ মাস) 
প্রতি সেমিস্টার ফি: ৬,০০০/- ছয় হাজার টাকা মাত্র

 ♦ আল কুরআন ও সুন্নাহের ভাষা শিখতে আজই রেজিষ্ট্রেশন করুন। 
মোবাইল: ০১৭৩৩২৩৫৩৮৪
আইউব কমপ্লেক্র (৩য় তলা) সুবিদবাজার, সিলেট

Post a Comment

0 Comments