Recent Tube

মুখোশের আড়ালে এভাবেই চলছে সমাজটা!!লজ্জা আর অপমানে নীরব থেকে যায় অনেকেই। ইবনে যুবাইর।






মুখোশের আড়ালে এভাবেই চলছে সমাজটা!!
লজ্জা আর অপমানে নীরব থেকে যায় অনেকেই। 



     সমাজে উদার এবং মানুষের বিপদে নিজেকে বিলিয়ে দেয়া লোকগুলো সব থেকে বেশি প্রতারিত হয়। প্রতারকের প্রতারণা থেকে বিচার পেতে তুমি যাকে বিশ্বাস করো,মনে করো সে তোমার দ্বীনি ভাই বা বন্ধু-যখন তার তার কাছে যাবে,তোমার বিশ্বাস ছিল, আশা ছিল যে তুমি সুবিচার পাবে।

      তুমি যাকে দ্বীনি ভাই, বন্ধু মনে করে বিশ্বাস করেছে, সুবিচারের আশায় তার কাছে গিয়েছ,কিন্তু একটা সময় পর যখন তুমি দেখলে  কিছু সুবিধা পেয়ে তোমার বন্ধু,দ্বীনি ভাই প্রতারকের সাথে মিলে গেছে তখন লজ্জায় ঘৃণায় নিজেকেই নিজের কাছে ছোট মনে হবে।

     এ কথা না পারবে তুমি সহ্য করতে আর না পারবে পরিবার পরিজনের কাছে বলতে।কারণ,এর আগে তোমার পরিবির পরিজনের নিকট তোমার দ্বীনি ভাই,বন্ধুর চরিত্রকে তুমি ফেরেসতার মত করে উপস্হাপন করেছিলে।আজ কোন মুখে তাদের তুমি বলবে,তোমার চরিত্রবান বন্ধু, দ্বীনি ভাই অল্পদামে বিক্রি হয়ে প্রতারকের কাতারে সামিল হয়ে তোমাকেও ঠঁকিয়েছে?

    লজ্জা আর অপমানে তুমি নীরব রয়েই গেলে, ভালো মানুষ সেজে থাকা প্রতারক বন্ধু,দ্বীনি ভাই এর চরিত্র সমাজে অধরাই থেকে গেল। মুখোশের আড়ালে এভাবেই চলছে সমাজটা!!

Post a Comment

0 Comments