Recent Tube

তিনি আর ওনি "লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন" ইবনে যুবাইর।







 
    তিনি আর ওনি "লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন" 


     এবি পার্টিতে নতুন শায়খের আবির্ভাব।রাসুল(সা.)-এর দলেও মুনাফিক ছিল,এইটাকে যুক্তি হিসাবে দাঁড় করিয়ে মঞ্জু সাহেব ফতুয়া দিয়েছেন যে,দলে মুনাফিক থাকাও সুন্নত।

    তিনি আর ওনি "লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন" বোখারী মুসলিম" বলার এই দুই শাখয় একই বিদ্যালয় থেকে ডিগ্রী প্রাপ্ত যেহেতু সেহেতু ফতুয়ার ধরণ এক না হয়ে আর উপায় কি!

    শরীয়তের প্রধান উৎস হচ্ছে দুইটি। একটি হলো আল্লাহর কিতাব তথা মহাগ্রন্থ আল-কুরআন অপরটি হল রাসুলের সুন্নাত বা আল হাদিস। মূলত সুন্নাত হলো আল-কুরআনের সম্পূর্ণ ব্যাখ্যা।

    সুন্নাত শব্দের অর্থ রীতি, নিয়ম, আদর্শ ইত্যাদি। শরীয়তের পরিভাষায়, রাসুলুল্লাহ (সাঃ) এর দৈনন্দিন জীবনের প্রতিটি বাণী,কাজ, অনুমোদন ও মৌন সম্মতিকে সুন্নাত বলে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
অর্থ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়ছে সর্বোত্তম জীবনাদর্শ। (সূরা আহযাব – ২১)
    মানুষের মন মগজ যখন অসুস্হ হয়ে যায় তখন তার মুখে যা আসে তাই বলে বেড়ান।উত্তম অবিভাবকের দায়িত্ব ও কর্তব্য হল অসুস্হ সন্তানের সুকিচিৎসার ব্যবস্হা করা।এবি পার্টিতে যারা কর্তব্যবাক্তিগণ আছেন তাদের দায়িত্ব হবে দল  প্রধানের সুচিৎসার ব্যবস্হা করা। নয়তো বিকার আরও বেড়ে গেলে কুরআনের মধ্যে ধর্মনিরপেক্ষতা আবিস্কার করবেন।
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments