সময়ের সঙ্গ!
--------------
আজো মীরজাফর ঘসেটির প্রেতাত্মা
ফিরে ফিরে আসে ভাব যেন দেবাত্মা,
তবে কিন্ত, যাইহোক, বটে,,,,,,,,
এই ভূ-রাজনীতির তটে,
তুমি তোমরা আছ বলে
এই তল্লাটে,, ;!
সময়ের শিক্ষা সমকালীনে
ফিকে হলো, চুকে গেলো
অবয়ব গুণে।
যে যাকে হায়, যত বেশি
দেয় তেল ঘি
তার চেয়ে যোগ্য
কেউ আছে কি?
আজ হায় স্রস্টাকে সৃষ্টি শিখায়
স্বপ্নদ্রষ্টার কাছে স্বপ্ন সাঁটায়!
আদি যুগে লেজ নাকি নাড়াতো কুকুর
এই যুগে আটকা লেজে কুকুর ও মুকুর।
আকাম-কুকামের ফল সাদাকা-তো নয়
এসবের মোটাতাজা এমনই-তো হয়
লালিতপালিত নেতা যারাই আজ গত
এমন হয়েছিলো যা সত্য প্রামাণিত।।
আমার লিখনি লিখা সময়ের সঙ্গ
কেউ আবার নিতে পারে মনে করে ডঙ্গ।
---------------------------------
হ্যা এটাই সাইন্স।।
আর তা অপ্রিয় সত্য বটে!
২৬ঃঃ০৮ঃঃ২১ইং
---------------------------------
লেখকঃ হিসাবের কেউনা।
1 Comments
💯
ReplyDelete