Recent Tube

আসুন,ষঢ়যন্ত্রকারীদের বিভেদের প্রাচীর গুড়িয়ে দিয়ে এক পতাকার তলে সামিল হয়ে একটি নতুন সমাজ আগামীর প্রজন্মকে উপহার দেই।তবে এ পথ বড় কন্টাকৃর্ণ,বড় দুর্গম। ইবনে যুবাইর।

   



     আসুন,ষঢ়যন্ত্রকারীদের বিভেদের প্রাচীর গুড়িয়ে দেই এক পতাকার তলে সামিল হয়ে আগামীর প্রজন্মকে উপহার দেই একটি নতুন সমাজ । তবে এ পথ বড় কন্টাকৃর্ণ,বড় দুর্গম।


     কওমীদের একটি জিনিস আমার নিকট খুব ভালো লেগেছে।ছাত্রদের বিজয়ে তারাও খুশি।আজ দখলদার বাহিনী ছাত্রদের ভূমি ত্যাগ করেছে।

   এই সংবাদ সেক্যুলার দুনিয়ায় শোকের মাতম চলছে,শোগের মাতম চলছে গেরুয়া শিবির ও ঘোমটা পরা শাখয় শিবিরে।

  একটা হিসাব মিলিয়ে দেখুন,সেক্যুলার দুনিয়া,গেরুয়া শিবির যে ব্যথা,শোক তাপে জর্জরিত,ঘোমটাওয়ালারাও সেই ব্যথায়,শোক তাপে জর্জরিত কেন?

   আমরা কওমী যুব তরুন সমাজের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই,ইসলামী হুকুমাত কায়েমের পথে বাধা সৃষ্টি করতেই সুকৌশলে আমাদের মধ্যে বিভেদের দেয়াল  তুৃলে দেয়া হয়েছে।যারা বিভেদ সৃষ্টিতে মূখর তারা মুসলমানের কল্যাণ চায় না।তাদের রয়েছে ভিন্ন উদ্দেশ্য।

    অতীত ফেলে দিয়ে সামনে অগ্রসর হবার দিন আজ।সকল ভেদাভেদ, বিভেদের দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দেবার সময় এখন।অতীতের কাসুন্দি নিয়ে সময় ব্যায় করার মত ১ মিনিট সময় আজ আমাদের হাতে নেই।

    আসুন,ষঢ়যন্ত্রকারীদের বিভেদের প্রাচীর গুড়িয়ে দিয়ে এক পতাকার তলে সামিল হয়ে একটি নতুন সমাজ আগামীর প্রজন্মকে উপহার দেই।তবে এ পথ বড় কন্টাকৃর্ণ,বড় দুর্গম।

  ষঢ়যন্ত্রকারীরা ষঢ়যন্ত্র মোকবেলা করে সামনে এগিয়ে যেতে পদে পদে বাধা আসবেই।
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments