Recent Tube

আমার সাক্ষী,,, এ,কে,এম,রুকনুজ্জামান;



আমার সাক্ষী,
এ,কে,এম,রুকনুজ্জামান;


কেমন হবে এই পৃথিবী  সেই দিন,
যে দিন, আমার এই পা আর হাটবে না,
জীবিকার সন্ধানে এই মেটো পথে
কিংবা যাবে না 
কনকনে শীতে তুমি প্রভুর ঘরে।

যে দিন আমার এই পা স্পর্শ করবে না 
দূর করতে আগাছা সেই ধান ক্ষেতে,
কিংবা থাকবে না,
শেষ রজনীতে জায়নামাজের উপরে।

যে দিন, আমার এই চোখ থাকবে না
বিষন্ন চোখে পৃথিবীর দিকে,
কিংবা ফেলবে না
রাতের পর রাত নোনা জল এই চোখের।

যে দিন, আমার এই কান শোনবেনা
ছোট লোক গালি বাবু সাহেবের মুখে,
কিংবা শোনবে না
এই সমধুর ধ্বনি মুয়াজ্জিনের সুরে।

যে দিন, আমার এই মুখ আর বলবেনা 
দুনিয়া মুখি নানা রকম কথা,
কিংবা পড়বেনা,
আখেরী নবী (সঃ) জীবন্ত মোজেজা আল কুরআন। 

যে দিন,আমার এই প্রাণ আর থাকবে না
খাটে থাকবে পরে টান টান হাত পা
কিংবা দেবে
সাদা কাপড় পরিয়ে মাটিতে দাফন।

সেই দিন, আমার এই মেটো পথ,
আর ধান ক্ষেত পাবে না আগাছা থেকে মুক্তি। 
সেই দিন, নীল রঙ্গের এই কুরআন জানি
পৃথিবীতে বয়ে যাবে আমার সাক্ষী।

Post a Comment

0 Comments