Recent Tube

কবিতা লিখতে গিয়ে । এ,কে,এম,রুকনুজ্জামান।


   কবিতা লিখতে গিয়ে।
এ,কে,এম,রুকনুজ্জামান ;
_______________

আমার এই কবিতা যখন যাই লিখতে,
তখন, 
আমাকে বলে,দূর আকাশের রক্তিম সূর্য 
লিখতে তার, ভোরের সোনালী কিরণ, 

আমাকে বলে, দূর সাগরের জল 
লিখতে তার  রাগান্বিত গর্জন।

আমাকে বলে এই সবুজ প্রান্তর
লিখতে তার, এই বৃক্ষ রাজির শ্যামলতা।

আমাকে বলে,কৃষকের এই মাঠ
লিখতে তার সোনালি ধান ও সবুজ পাতা।

আমাকে বলে, আকাশে উড়া কালো পাখি 
লিখতে তার, এই সুমধুর কন্ঠ।

আমাকে বলে, বনের নিরিহ প্রানী 
লিখতে তার,শিংওয়ালা মাথার সৌন্দর্য। 

আমাকে বলে, এই সাদা মেঘমালা,
লিখতে তার,এই লুকোচুরি খেলে।

আমাকে বলে,দুল্যমান প্রজাপতি, 
লিখতে তার, এই সুন্দর রঙের মেলা।

আমাকে বলে,মসজিদের এই মুয়াজ্জিন, 
লিখতে তার,সুমধুর কন্ঠে আল্লাহর ধ্বনি।
 
আমাকে বলে, জলের গভীরের ঝিনুক 
লিখতে তার, রত্নের খনি।

আমাকে বলে, নিঝুম অন্ধকার রাত,
লিখতে তার, আছে জোনাকি পোকা।

আমাকে বলে,হিমেল হাওয়া,
লিখতে তার, মাঝে উড়ে লাল সবুজের পতাকা।

আমাকে বলে, ফিসফিস স্বরে,
লিখতে তার এই মনোরম পরিবেশ।

আমাকে বলে,সবাই ঐক্য কন্ঠে,
লিখতে তাদের, এই রুপময় বাংলাদেশ।
-----------------------------
লেখকঃ হিফয বিভাগের ছাত্র ও মাদরাসা শিক্ষার্থী। 

Post a Comment

0 Comments