Recent Tube

বৃষ্টির পানি ছোঁয়া সুন্নতপ্রশ্নঃ বৃষ্টির পানি ছোঁয়া সুন্নত। এটা কি সহিহ? আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।



 বৃষ্টি পানি ছোঁয়া সুন্ন;

 প্রশ্নঃ 
বৃষ্টির পানি ছোঁয়া সুন্নত। এটা কি সহিহ?
 --------------------------------- 
ত্তরঃ
হ্যাঁ, বৃষ্টির পানি শরীরে লাগানো সুন্নত। কিন্তু এ সুন্নতটি আমাদের সমাজে প্রায় বিস্মৃত অবস্থায় রয়েছে। অধিকাংশ মানুষই এ ব্যাপারে জ্ঞান রাখে না।
বৃষ্টির প্রতিটি ফোঁটা নামে রহমতের ধারা হয়ে। তাই সুন্নত হল, বৃষ্টির ছোঁয়া পেতে শরীরে কিছু বৃষ্টির পানি লাগানো।
প্রখ্যাত সাহাবী আনাস রা. বলেন,
أَصَابَنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَطَرٌ، قَالَ: فَحَسَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَهُ، حَتَّى أَصَابَهُ مِنَ الْمَطَرِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ لِمَ صَنَعْتَ هَذَا؟ قَالَ: «لِأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ تَعَالَى»
“আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকাকালে একবার বৃষ্টি নামল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তখন তাঁর কাপড়ের কিয়দংশ উন্মোচন করলেন যেন শরীরে বৃষ্টির পানির স্পর্শ লাগে।
আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কেন এমন করলেন? তিনি বললেন, কারণ তা তার মহান রবের কাছ থেকে মাত্রই এসেছে”। [সহীহ মুসলিম, অধ্যায়: সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার সালাত। হাদিস নং ৮৯৮]
সহীহ মুসলিমের ব্যাখ্যাকারী ইমাম নওবী রহ. বলেন:
يستحب عند أول المطر أن يكشف غير عورته ليناله المطر
“বৃষ্টি বর্ষণের শুরুতে লজ্জা স্থান ছাড়া শরীরের কিছু অংশে পানির স্পর্শ লাগানো মুস্তাহাব।”
আমাদের দেশে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয় সেহেতু আমরা ইচ্ছা করলেই এই সুন্নতটির প্রতি আমল করতে পারি।
আল্লাহ তাওফিক দান করুন। 
আমীন।
--------------------------------- 
  উত্তর প্রদানেঃ
 আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব)
(আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ)
 দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, 
 সৌদি আরব ।
#abdullahilhadi

Post a Comment

0 Comments