Recent Tube

ওমর ইবনুল খাত্তাব রাঃ কর্তৃক রাসূল সা: কে তলোয়ার নিয়ে হত্যা করতে গিয়ে ইসলাম গ্রহণের ঘটনাটি কি সহিহ ❓ আব্দুল কুদ্দুস।






ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তা'আলা আনহু কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে তলোয়ার নিয়ে হত্যা করতে গিয়ে ইসলাম গ্রহণের ঘটনাটি কি সহিহ ❓
--------------------------------- 

 উত্তর:
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তা'আলা আনহু কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে তলোয়ার নিয়ে হত্যা করতে গিয়ে ইসলাম গ্রহণের প্রসিদ্ধ ঘটনাটি বিজ্ঞ মুহাদ্দিসদের দৃষ্টিতে সনদগত বিশুদ্ধভাবে প্রমাণিত নয়।

 কারণ এর সনদে একাধিক সমস্যা রয়েছে।
  যেমন:-
 - সনদে বা বর্ণনাসূত্রে একাধিক দুর্বল ও পরিত্যক্ত বর্ণনাকারীর উপস্থিতি।
 -বর্ণনাসূত্রে বিচ্ছিন্নতা।
 - মতনে ইযতিরাব (বা মূল ঘটনার বিবরণীতে গড়মিল) ইত্যাদি-যা মুহাদ্দিসগণ সবিস্তারে বর্ণনা করেছেন।

 ♦ তাই বিখ্যাত আস সীরাতুস সাহীহা (বিশুদ্ধ সীরাত গ্রন্থ ) এর লেখক ডক্টর আকরাম যিয়া উমরী বলেন:
قصته مع أخته فاطمة حين لطمها لإسلامها وضرب زوجها سعيد بن زيد، ثم اطلاعه على صحيفة فيها آيات، وإسلامه، فلم يثبت شيء من هذه القصص من طريق صحيحة
 উমরা রা. কর্তৃক তাঁর বোন ফাতিমা রা. এর ইসলাম গ্রহণের কারণে তাকে থাপ্পড় মারার কাহিনী, (ভগ্নীপতি) সাঈদ বিন যায়েদ রা. কে প্রহার, অত:পর সূরা ত্বা-হা লিখিত সহিফা দেখতে পাওয়া...তারপর ইসলাম গ্রহণ ...এই সকল গল্পের কোন কিছুই সহিহ সনদে প্রমাণিত হয় নি।” (আস সীরাতুস সাহীহা ১/১৮০)

 ♦ শাইখ আলবানী রহঃ ও ফিকহুস সীরাহ গ্রন্থে এ ঘটনার উপর মন্তব্য করার ক্ষেত্রে নীরবতা অবলম্বন করেছেন। 
অর্থাৎ তিনি সহিহ-জঈফ কোনটাই বলেন নি।

 ♦ ইমাম বুখারী সহিহ বুখারীতে একটি অনুচ্ছেদ রচনা করেছেন:
باب إسلام عمر بن الخطاب -رضي الله عنه
“উমর ইবনুল খাত্তাব রা. এর ইসলাম গ্রহণ।” 
কিন্তু সেখানে তিনি তাঁর ইসলাম গ্রহণের এ এ সব কথা উল্লেখ করেন নি।

  কিন্তু যেহেতু এ জাতীয় ঘটনা আমাদের ঈমান, আকিদা বা আমলের সাথে সম্পৃক্ত নয়
 সেহেতু তা ঐতিহাসিক ঘটনা হিসেবে গ্রহণ করলেও কোনও ক্ষতি নাই ইনশাআল্লাহ। 
তবে বক্তাদের উচিৎ, এ সংক্রান্ত ঘটনার শুদ্ধতা-অশুদ্ধতা সম্পর্কে শ্রোতাদেরকে ধারণা দেয়া। 
আল্লাহু আলাম।
https://www.facebook.com/Guidance2TheRightPath/photos/a.251877328565153/842670796152467/?type=3&theater

 ➤ যারা উমর রা. এর ইসলাম গ্রহণের কাহিনীর ব্যাপারে মুহাদ্দিসদের মতামত বিস্তারিত জানতে চান তাদের জন্য: (আরবী)
https://www.islamstory.com/ar/artical/20888/%D9%82%D8%B5%D9%87-%D8%A7%D8%B3%D9%84%D8%A7%D9%85-%D8%B9%D9%85%D8%B1-%D8%A8%D9%86-%D8%A7%D9%84%D8%AE%D8%B7%D8%A7%D8%A8

Post a Comment

0 Comments