Recent Tube

লিখে শেষ হবেনা ; এ কে এম রুকনুজ্জামান।

      

                 লিখে শে হবেনা ;


এই বাংলায় যেন লক্ষ কোটি উপমায় মিশ্রিত,, 
যখন যেভাবে চাও যেন সম্মুখে উপগত।
যুগের পর যুগ থেকে যাবে স্মৃতি পাতায়,,,
চোখে এসে ভাসে কতো শোভাময় রুপ কত কবিতায়।
কাজী নজরুলের এই বিদ্রোহ লৌহ কপাট ভেঙ্গে ফেলা,,,
বাংলার এক কিংবদন্তি, সাম্যের, ন্যায়ের পথ চলা।
রবীন্দ্রনাথের অমর লেখা আমার সোনার বাংলা,,
ভোরের সোনালী কিরণ পুকুর ঘাটের শ্যাওলা।
জীবনানন্দের শ্যামল এই রুপসী বাংলা,,,
ধান সিড়ি এই নদীর তীর,হিজল ও অশ্রুত গাছপালা। 
জসীমউদ্দিনের আমন্ত্রণ দেখতে গ্রাম্য নদী নালা,,,
তার এই স্মৃতিতে নিজ গ্রামে হয় যে জসিম মেলা।
শোন শোন হৃদয় প্রশান্ত করে,,,
শোন বলছি বাতাসের সুরে সুরে।
দেখ দূর আকাশের কালো মেঘের সাজে,,
খোজে পাবে এই বাংলাকে রংধনুর মাঝে।
হা হা যদি এই দেশের সব হয়েও যায় কবি,,,
তবু লিখে শেষ হবে না জানি বাংলার রুপ ও ছবি।

Post a Comment

1 Comments