Recent Tube

জামায়াতের সঙ্গে কওমিদের ঐক্য প্রসঙ্গে হেফাজতের নতুন আমীর মহিবুল্লাহ বাবু নগরীর নেতিবাচক বক্তব্য!? ইবনে যুবাইর।



 জামায়াতের সঙ্গে কওমিদের ঐক্য প্রসঙ্গে হেফাজতের নতুন আমীর মহিবুল্লাহ বাবু নগরীর নেতিবাচক বক্তব্য!?

    ইসলাম ও আলেম ওলামা বিদ্বেষী,ইসলামী আন্দোলনের ঘোর বিরোধী এবং আওয়ামী 
সমর্থিত দুটি জাতীয় দৈনিক পত্রিকা কালের কন্ঠ ও বাংলাদেশ প্রতিদিনের লিড নিউজ কি ইঙ্গিত দিচ্ছে? 

    দেশের মুক্তিকামী সাধারণ মানুষ ও হক পন্থী মুসলিমদের করনীয় ঠিকে দায়িত্বশীলরা ভূল করলে খেসারত দিতে হবে দীর্ঘকাল ? 

  জামায়াত নিয়ে মহিবুল্লাহ বাবু নগরীর একটি বয়ান নেট দুনিয়ার আলোচনায় এসেছে।'জামায়াতের সঙ্গে কওমিদের কোনো ঐক্য হতে পারে না'-শিরোানামে কালের কন্ঠ খবরটি ছাপিয়েছে। 

   কালের কন্ঠের এই খবরটি অবশ্য বাংলাদেশ প্রতিদিন থেকে ধার করে নেয়া। দুটি পত্রিকায় ইসলাম ও আলেম ওলামা বিদ্বেষী,ইসলামী আন্দোলনের ঘোর বিরোধী এবং আওয়ামী 
সমর্থিত।

   জামায়াত নিয়ে হেফাজতের নতুন আমীরের মনোভাব সরকারের অজানা নয়। তবে হেফাজতের এই মনোভাব শুধু সরকার জানলেই তো হবে না।

    দেশর বাম পাড়ার মানুষ, কওমী ভক্ত,অনুরাগী, শিক্ষক শিক্ষার্থীর সামনেও এবং বিশেষ করে আমাদের প্রতিবেশি বন্ধুপ্রীতিম দেশ ভারতের নিকট বিষয়টি পরিস্কার হওয়া আরো বেশি জরুরী।

     ভারত চায় না ভারত বিরোধী কোন দল এবং বিশেষ করে ইসলামী কোন শক্তি বাংলদেশে মাথা চাড়া দিয়ে উঠুক।জামায়াতে ইসলামী আপাদমস্তক ভারত বিরোধী একটি সংগঠন। 

  সে ক্ষেত্রে জামায়াত নিয়ে হেফাজতের অবস্হান ভারতের জানা দরকার আছে,দরকার আছে আন্তর্জাতিক মোড়লদেরও।আফগান তা/লি/বান নিয়ে ভারত এবং বিশ্ব মড়লদের যা মনোভাব জামায়াতের ব্যাপারে সেই একি মনোভাব তারা পোষণ করে থাকে। তা/লিবর তাদের সমস্যা নয়,সমস্যা হচ্ছে ইসলামী হুকুমাত।

   মহিবুল্লাহ বাবু নগরী শরীর থেকে মৌলবাদী গন্ধ মুছে ফেলার জোর তাগিদেই জামায়াত নিয়ে তাদের অবস্হান পরিস্কার করেন এভাবে,'জামায়াতের সঙ্গে হেফাজতের আদর্শিক কোনো সম্পর্ক নেই।তাই জামায়াতের সঙ্গে কওমিদের কোনো ঐক্য হতে পারে না। আদর্শিক কারণেই কওমিদের সঙ্গে জামায়াতের দূরত্ব ঐতিহাসিকভাবে স্বীকৃত।'

  নির্ভেজাল,নিরেট সত্য বলেছেন তিনি।জামায়াত সেক্যুলার আদর্শ লালন করে না-যেটা মনে প্রাণে লালন করে হেফাজত। 

   এরপর তিনি বলেন,'২০১৩ সালে ঢাকা ঘেরাও কর্মসূচিতে ইতিহাসের বড় জমায়েত হওয়ার পরও রক্তপাত হয়নি। হেফাজতে ইসলাম রক্তপাতে বিশ্বাসী নয়।'
শাপলায় রক্তপাত হয়নি এটি নির্লজ্জ মিথ্যাচার,শহীদের রক্তের সাথে প্রতারণা এবং লেবাসের আড়ালে ভন্ডামী।

   এরপর মহিবুল্লাহ বাবু নগরী বলেন,'সংবিধানে কিছু অংশ রয়েছে যা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। এসব অংশ ইমানের জন্য ক্ষতিকর।'
ওনার কথায় বুঝা যায়, কিছু অংশ ছাড়া দেশে পুরোপুরি ইসলাম প্রতিষ্ঠিত আছে।

   মহিবুল্লাহ বাবু নগরীর বয়ান আরো আছে।তিনি বলেন,'কওমিদের নিয়ে বর্তমান সরকারের আন্তরিকতায় আমরা খুশি। সরকারের পতন কিংবা কাউকে গদিতে বসানো আমাদের আন্দোলনের উদ্দেশ্য নয়।' 

  "কোরআন পরিপন্থী কোনো আইন চাপিয়ে দিলে আমরা বিরোধিতা করব। আন্দোলন করব।'অর্থাৎ দেশ কুরআন মোতাবেক চলছে?

'আওয়ামী লীগ সরকার ২০০ বছর ক্ষমতায় থাকলেও আমাদের কোনো সমস্যা নেই। আলেমরা গদি (ক্ষমতা) চায় না। গদিওয়ালাদের (ক্ষমতাসীনদের) আলেম বানাতে চায়।' গদিওয়ালাদের প্রধান ইতিমধ্যেই আলিমা হয়ে গেছেন।রাতে তাহাজ্জুদ পড়ে ফজরে যায় নামাজ খুঁজেন।এ ক্ষেত্রে হেফাজতের কোন অবদানকে অস্বীকার করবেন!?

Post a Comment

0 Comments