Recent Tube

রাসূলের (সাঃ) ভবিষ্যতবাণী!



    রাসূলের ভবিষ্যতবাণী!


  পূর্বাঞ্চল থেকে  একদল লোকের উদয় হবে। তারা কুরআন পাঠ করবে; কিন্তু এ পাঠ তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা দ্বীন থেকে এমনভাবে বেরিয়ে যাবে, যেভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায়। বলা হল, তাদেরকে চেনার আলামত কী ? তিনি বললেন, তাদেরকে চেনার আলামত হল  মাথা নেড়া থাকবে।  
(সহিহ বুখারী, হাদিস নং ৭৫৬২)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ يَخْرُجُ نَاسٌ مِنْ قِبَلِ الْمَشْرِقِ وَيَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ تَرَاقِيَهُمْ يَمْرُقُونَ مِنْ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنْ الرَّمِيَّةِ ثُمَّ لاَ يَعُودُونَ فِيهِ حَتَّى يَعُودَ السَّهْمُ إِلَى فُوقِهِ قِيلَ مَا سِيمَاهُمْ قَالَ سِيمَاهُمْ التَّحْلِيقُ أَوْ قَالَ التَّسْبِيدُ

Post a Comment

0 Comments