ওসমানী স্মরণে;
মু. রু কু নু জ্জা মা ন চৌ ধু রী
এমন নেতার জয়ধ্বনিতে
কোনসে যাত্রায় বিজয় রথ
মুক্তি পথের এমন দিশা,
কে দেখাবে বিজয় পথ?
কোনসে বীরের বীরত্বে দেশ
নেই পরাধীন, স্বাধীন আজ,
কেউ কি তাঁকে রাখছি মনে
রাখছি করে জাতির তাজ?
প্রশ্ন রাখি তাদের কাছে
এমন চ্যালেঞ্জ নেবে কি?
প্রশ্ন বুঝে সত্য খুঁজে
সঠিক উত্তর দেবে কি?
তারাই দেখি দেশপ্রেমিক আজ
দেশ ও জাতির দায় ছাড়া,
এমন প্রশ্নে দায়সারা ভাব
এড়িয়ে যেতে চায় যারা।।
একগুঁয়েমি একপেশে ভাব
চরিত্রে যা বিদ্যমান,
আমিও আমার ব্যক্তি,দলের
শুধু কি একাই অবধান?
ধার ধারেনি মরা ও বাঁচার
জীবন রেখে বাজি,
দেশও দশের স্বার্থ সিদ্ধে
কে সে এমন তাজী।
রণাঙ্গনে নিজের জীবন
মৃত্যুমুখে রাখল যিনি,
সেইতো মোদের জাতীয় বীর
আতাউল গনি ওসমানী।
(২১ নভেম্বর ২০১৯ইং)
-----------------
লেখক ঃ হিসাবের কেউনা?
0 Comments