Recent Tube

বয়স্ক পুরুষদের সামনে নারীদের বেপর্দা হওয়ার হুকুম কি? আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।


প্রশ্ন: 
বয়স্ক পুরুষদের সামনে নারীদের বেপর্দা হওয়ার হুকুম কি?

উত্তর: 
নারীদের জন্য মাহরাম নয় এমন পুরুষদের সামনে বেপর্দা হওয়া জায়েজ নয় যদিও তারা বয়স্ক হয়। কারণ আল্লাহ তাআলা বলেন,
 أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ
“(নারীরা যেন) যৌনকামনামুক্ত পুরুষ ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে।” [সূরা নূর: ৩১] এই সাধারণ নিষেধাজ্ঞা এসকল ব্যক্তি ছাড়া অন্যান্য সকলের ক্ষেত্রে প্রযোজ্য।

ফতোয়া প্রদানে: শাইখ আব্দুল্লাহ বিন আব্দুল রহমান আল-জিবরিন

উল্লেখ্য যে, “যৌনকামনামুক্ত পুরুষ” দ্বারা উদ্দেশ্য, 
১. এমন পাগল যে নারীদের বিষয়াদি সম্পর্কে কোনও জ্ঞান রাখে না।
২. এমন খোজা বা নপুংসক পুরুষ যার মধ্যে কাম প্রবৃত্তি অবশিষ্ট নেই। 
৩. পুরুষত্বহীন খাসি কৃত পুরুষ- যার অণ্ডকোষে অস্ত্রোপচার করে অথবা মেডিসিন বা কেমিক্যাল প্রয়োগের মাধ্যমে তার যৌন ক্ষমতা সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হয়েছে। 
৪. এমন হিজড়া যার মধ্যে যৌন কামনা নেই। তবে কোনও হিজড়ার মধ্যে যদি নারীদের প্রতি আকর্ষণ থাকে বা যৌন বিষয়ে পুরুষালী আচরণ পাওয়া যায় তাহলে অবশ্যই তার সামনেও পর্দা করা জরুরি। [তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বিন সাদি ইত্যাদি-অনুবাদক]
----------------------------------- 
উত্তর প্রদানে 
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি  আরব
#abdullahilhadi

Post a Comment

0 Comments