Recent Tube

কিবলার দিকে পা করে ঘুমানোর ব্যাপারে ইসলামে কোন নিষেধাজ্ঞা নেই। আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
 কিবলার দিকে পা করে ঘুমানোর ব্যাপারে ইসলামে কোন নিষেধাজ্ঞা নেই।

 প্রশ্ন:
 ছোটবেলা থেকে শুনে আসছি যে, পশ্চিম দিকে পা রেখে ঘুমালে নাকি গুনাহ হয়!! সত্যি কোন  নিষেধাজ্ঞা আছে কিনা জানতে চাই। 

উত্তর: 
আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে, ‘কিবলার দিকে পা করে ঘুমালে গুনাহ হবে।’  কিন্তু বাস্তবতা হল, এ ব্যাপারে ইসলামে কোন বক্তব্য আসে নি। সুতরাং এ ধারণা মোটেই সঠিক নয়। বরং ইমাম মালেক রাহ. ও ইমাম আবু হানীফা রাহ. সহ একদল আলিম অসুস্থ ব্যক্তি কিবলার দিকে পা ছড়িয়ে শুয়ে শুয়ে ইশারায় সালাত আদায় করবে বলে মত ব্যক্ত করেছেন।

 হাদীসে কেবল খোলা স্থানে কিবলা সামনে রেখে বা পেছনে রেখে পেশাব-পায়খানা করতে নিষেধ করা হয়েছে।  لاَ تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ بِغَائِطٍ وَلاَ بَوْلٍ وَلاَ تَسْتَدْبِرُوهَا  (বুখারী ও মুসলিম)
কিন্তু কিবলার দিকে পা ছড়িয়ে বসা বা শুয়া যাবে না এ কথার কোন দলীল নাই। সুতরাং নিজের পক্ষ থেকে বিনা দলীলে হালাল, হারাম, নেকি, গুনাহ প্রসঙ্গে কথা বলা গহির্ত কাজ।
তবে কেউ যদি কিবলাকে অবজ্ঞা করার উদ্দেশ্য বা কাবা শরীফের মানহানীর নিয়তে এমনটি করে তবে তা মারাত্মক গুনাহের কাজ তাতে কোন সন্দেহ নাই। 
আল্লাহ আলাম।
--------------------
 উত্তর প্রদানে: 
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব,
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।
#abdullahilhadi

Post a Comment

0 Comments