Recent Tube

স্বাধীনতা মানে কী? এ,কে,এম,রুকনুজ্জামান ।




স্বাধীনতা মানে কী ?
এ,কে,এম,রুকনুজ্জামান ।


স্বাধীনতা লক্ষ প্রাণের বিনিময়ে,,, 
এসেছে এই বাংলার লোকালয়ে,,
অনেক জুলুম ও ব্যাথা সহ্য করে,,
স্বাধীনতা শব্দটি এসেছে বাঙ্গালীর ঘরে।
তবে,না না না 
এই স্বাধীনতা মানে নয় বিশৃঙ্খলতা।
যদি পৃথিবী তার নিজ কক্ষপথ ছেড়ে,
নিজ ইচ্ছায় ঘুরে সৌরজগতের তরে।
তবে! এটা কি স্বাধিনতা, 
নাকি হবে বিশৃঙ্খল!

যদি আকাশের মেঘ মালা বলে,,
পাহাড়ে চূড়ায় চলবে,বলে চলে,,,
তবে,এটা কি স্বাধিনতা! 
নাকি হবে এ ধরা অচল।

যদি সব পাখিরা, জিদ করে ধরে,,
চলবে না আর এই সীমানার তরে,,,
যাবে গভীর জলে,থাকবে কি এই দৃঢ় বল।
যদি সামুদ্রিক মাছ ঐক্য হয়ে বলে,,,
আসবে সবাই মানুষের দলে দলে,,
চোখে আসবে সবার,শুধু শুধু উৎপল।
যদি এউ গাড়ি স্বাধীনতার মোহে গলে,
তবে দূর্ঘটনায় থাকবে ধংসাস্থলে,
এই স্বাধীনতা চোখে রাখবে শুধু নোনা জল।

যদি মানুষ নির্দিষ্ট দেখানো পথ ছেড়ে,
যায় পাপিষ্ঠ আযাযিলের ফাদে পরে,,
তবে এই স্বাধীনতা বলবে, আয় অনলে চল।

নিজের চাহিদার নাম স্বাধীনতা হলে,,
জাতিকে নিয়ে যাবে ধংসের পথে ঠেলে,,
হেসে উঠবে  যতো সব ষড়যন্ত্রের জাল।
কি,লাভ বিশৃঙ্খলাকে স্বাধীনতা করে,, 
মজলুম যদি নির্বিচারে যায় মরে 
তাহলে কেন? রংহীন পানি হয়েছিল লাল

Post a Comment

0 Comments