Recent Tube

মুমিনের উপহার ; এ,কে এম,রুকনুজ্জামান।



মুমিনের উপহার ;
এ,কে এম,রুকনুজ্জামান। 

দিবসের সূচনায় সবিতার কিরণে,
লালে লাল যখন মনোরম এই ধরণী।মুমিনের আহলাদে হাসিমাখা পরিবেশে স্নিগ্ধ সুরে ভেসে আসে পাক কালামের বাণী।

পাখিরা উল্লাসে চেচামেচি করে করে,
উড়ে উড়ে ছড়ায় কি সুমধুর ধ্বনী।আমরাইতো দেখি ভোর বিহানে উঠে, মাসজিদের সম্মুখে মুমিনের নুরানী মুখ খানী।

বাড়ির আঙ্গিনায় পুষ্প মাথা তুলে,
রাতের স্তব্দতা ভেঙ্গে শুনেছি কান্না নিঝুম রাত্রিতে।

সুদীর্ঘ রজনীতে ভোরের বিষণ প্রতিক্ষা নিয়ে,
মুমিনের জুড়াতে মন আমাদের এই শুভাষ ও হাসিতে।
হিংসা ও লালসায় পাপিষ্টের নির্যাতনে
নিষ্টুর পৃথিবী মুমিনের হৃদয় করেছে ছারখার।

অরণ্যকে নাচিয়ে নিরবতা ভেঙ্গে হিমেল হাওয়া,
প্রশান্তি নিয়ে আসে মুমিনের উপহার।মুনাফিক ঘুমের ঘরে সপ্নে যখন মজে,
পরিবেশ অনিন্দ্য সৌন্দর্যে মুমিনের সুখচর।

মুমিনের হাযতখানায় নির্দয়তার এই ভুবনে,
আমরাই জুড়াই ভোর বিহানে মুমিনের অন্তর।

Post a Comment

0 Comments