Recent Tube

আল কুরআন।


              
                        সূরা,ত্বোয়া-হা;

   আয়াত নম্বরঃ ৫৬;
وَلَـقَدْ اَرَيْنٰهُ  اٰيٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَاَبٰى
 আমি তো তাহাকে আমার সমস্ত নিদর্শন দেখাইয়াছিলাম; কিন্তু সে মিথ্যা আরোপ করিয়াছে ও অমান্য করিয়াছে।

    আয়াত নম্বরঃ ৫৭;
قَالَ اَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ اَرْضِنَا  بِسِحْرِكَ يٰمُوْسٰى
 সে বলিল, 'হে মূসা! তুমি কি আমাদের নিকট আসিয়াছ তোমার জাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ হইতে বহিষ্কার করিয়া দিবার জন্য?

   আয়াত নম্বরঃ ৫৮;
فَلَنَاْتِيَنَّكَ بِسِحْرٍ مِّثْلِهٖ فَاجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ  مَوْعِدًا لَّا نُخْلِفُهٗ نَحْنُ وَلَاۤ اَنْتَ مَكَانًـا سُوًى
'আমরাও অবশ্যই তোমার নিকট উপস্থিত করিব ইহার অনুরূপ জাদু, সুতরাং আমাদের ও তোমার মধ্যে নির্ধারণ কর এক নির্দিষ্ট সময় এক মধ্যবর্তী স্থানে, যাহার ব্যতিক্রম আমরাও করিব না এবং তুমিও করিবে না।'

   আয়াত নম্বরঃ ৫৯;
قَالَ مَوْعِدُكُمْ  يَوْمُ الزِّيْنَةِ وَاَنْ يُّحْشَرَ النَّاسُ ضُحًى
 মূসা বলিল, 'তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং যেই দিন পূর্বাহ্নে জনগণকে সমবেত করা হইবে।'

   আয়াত নম্বরঃ ৬০;
فَتَوَلّٰى فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهٗ ثُمَّ اَتٰى
  অতঃপর ফির'আওন উঠিয়া গেল এবং পরে তাহার কৌশলসমূহ একত্র করিল, অতঃপর আসিল।

 

 
 
 

Post a Comment

0 Comments