Recent Tube

পৃথিবী বদলে গেছে (?) নাকি বোধশক্তিতে জং ধরেছে? হামিদ হোসেন আজাদ।








 
 পৃথিবী বদলে গেছে (?) নাকি বোধক্তিতে  জং ধরেছে?

 * সৃষ্টির আদি থেকে পৃথিবীর সব কিছুর একচ্ছত্র মালিক আল্লাহ ছিলেন, এখনও তিনিই আছেন।

 * সূর্য, চন্দ্র সহ পৃথিবীর প্রতিটি অনু কণা সৃষ্টির আদি থেকে আল্লাহর হুকুমে চলত, এখনও তাতে কোন রদবদল হয়নি

 * যুগে যুগে যারা আল্লাহর বিধান মেনে চলেছে এবং তাকে সমুন্নত রাখতে শত পরীক্ষার মুখেও নীতি ও ধৈর্য হারা হয়নি তারা সম্মানিত ও পুরস্কৃত হয়েছ, আজও সেই বিধানে কোন রদ-বদল হয়নি.

 * যুগে যুগে যারা আল্লাহর বিধান অমান্য করেছে, সীমা লংঘন করেছে, তারা ultimately অপমানিত, লান্চিত এবং ধ্বংস হয়েছে, আজও সেই বিধানে কোন রদ-বদল হয়নি।

 * যুগে যুগে মহাপরাক্রমশালী আল্লাহ একটি মশা সম কীট অথবা খালি চোখে দেখা যায়না এমন ভাইরাস দিয়েও মহাশক্তিধর সীমালংঘনকারী জালেমদেরকে পাকড়াও করেছেন, আল্লাহর সেই শক্তি এবং নীতিতে আজও কোন বদল হয়নি এবং কখনও বদল হবেনা। 

 মহান প্রভূ এ শাশ্বত সত্যগুলোই তুলে ধরেছেন নীচের বাণী গুলুতে, আমাদের পাথেয় হিসেবে: 

 “শুনে রাখ, যা কিছু রয়েছে আসমানসমূহে ও যমীনে সবই আল্লাহর। শুনে রাখ, আল্লাহর প্রতিশ্রুতি সর্বদা সত্য। তবে অনেকেই জানে না।” [সুরা ইউনুস - ১০:৫৫]

 “তিনিই জীবন ও মরণ দান করেন এবং তাঁরই কাছে প্রত্যাবর্তন করতে হবে”। [সুরা ইউনুস - ১০:৫৬]

 “……….তোমরা যে কাজই কর না কেন, যখন তোমরা সে কাজ করতে শুরু কর, তখন আমি তোমাদের পরিদর্শক হই; আকাশমন্ডলী ও পৃথিবীর ধূলিকণা পরিমাণও কোন বস্তু তোমার প্রতিপালকের (জ্ঞানের) অগোচর নয় এবং তা হতে ক্ষুদ্রতর অথবা তা হতে বৃহত্তর কোন কিছু নেই, যা সুস্পষ্ট গ্রন্থে (লাওহে মাহ্ফুযে লিপিবদ্ধ) নেই। [সুরা ইউনুস - ১০: ৬১]

  মনে রেখো যারা আল্লাহর বন্ধু, তাদের না কোন ভয় ভীতি আছে, না তারা চিন্তান্বিত হবে। যারা ঈমান এনেছে এবং আললাহকে ভয় করতে থাকে। তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কখনো হের-ফের হয় না। এটাই হল মহা সফলতা। [সুরা ইউনুস - ১০:৬২-৬৪] 

  আর তাদের কথায় (বক্তব্যের রূঢতায়)  দুঃখ নিয়ো না। আসলে সমস্ত ক্ষমতা আল্লাহর। তিনিই শ্রবণকারী, সর্বজ্ঞ। [সুরা ইউনুস - ১০:৬৫]

  শুনছ, আসমানসমূহে ও যমীনে যা কিছু রয়েছে সবই আল্লাহর। আর এরা যারা আল্লাহকে বাদ দিয়ে শরীকদের উপাসনার পেছনে পড়ে আছে-তা আসলে কিছুই নয়। এরা নিজেরই কল্পনার পেছনে পড়ে রয়েছে এবং এছাড়া আর কিছু নয় যে, এরা বুদ্ধি খাটাচ্ছে। [সুরা ইউনুস - ১০:৬৬]

 “………প্রত্যেক কওমের জন্য এক নির্দিষ্ট সময় আছে; যখন তাদের সময় আসবে তখন তারা মুহুর্তকালও পিছাতে বা এক মহুর্তকালও এগুতেও পারবে না” [সুরা ইউনুস - ১০:৪৯]

Post a Comment

0 Comments