Recent Tube

আল কুরআন।


                       সূরা ত্বোয়া-হা 


সূরা নম্বরঃ ২০, 
আয়াত নম্বরঃ ৪৬;
قَالَ لَا تَخَافَآ‌ اِنَّنِىْ مَعَكُمَاۤ اَسْمَعُ  وَاَرٰى
তিনি বলিলেন, 'তোমরা ভয় করিও না, আমি তো তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও আমি দেখি।'
 
    আয়াত নম্বরঃ ৪৭
فَاْتِيٰهُ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلَا رَبِّكَ فَاَرْسِلْ مَعَنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ ۙ وَلَا تُعَذِّبْهُمْ‌ ؕ قَدْ جِئْنٰكَ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكَ‌  ؕ وَالسَّلٰمُ عَلٰى مَنِ اتَّبَعَ الْهُدٰى
  সুতরাং তোমরা তাহার নিকট যাও এবং বল, 'আমরা তোমার প্রতিপালকের রাসূল, সুতরাং আমাদের সঙ্গে বনী ইস্রাঈলকে যাইতে দাও এবং তাহাদেরকে কষ্ট দিও না, আমরা তো তোমার নিকট আনিয়াছি তোমার প্রতিপালকের নিকট হইতে নিদর্শন এবং শান্তি তাহাদের প্রতি যাহারা অনুসরণ করে সৎপথ।

  'আয়াত নম্বরঃ ৪৮;
اِنَّا قَدْ اُوْحِىَ اِلَـيْنَاۤ اَنَّ الْعَذَابَ عَلٰى مَنْ  كَذَّبَ وَتَوَلّٰى
 আমাদের প্রতি ওহী প্রেরণ করা হইয়াছে যে, শাস্তি তো তাহার জন্য, যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয়।'
 
    আয়াত নম্বরঃ ৪৯;
قَالَ فَمَنْ رَّبُّكُمَا يٰمُوْسٰى
ফির'আওন বলিল, 'হে মূসা! কে তোমাদের প্রতিপালক?'

    আয়াত নম্বরঃ ৫০;
قَالَ رَبُّنَا الَّذِىْۤ اَعْطٰـى  كُلَّ شَىْءٍ خَلْقَهٗ ثُمَّ هَدٰى
  মূসা বলিল, 'আমাদের প্রতিপালক তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তাহার আকৃতি দান করিয়াছেন, অতঃপর পথনির্দেশ করিয়াছেন।'


Post a Comment

0 Comments