Recent Tube

নিম্নোক্ত তিনটি হাদিস বিভিন্ন বক্তাদের মুখে শোনা যায়। এগুলো কি সহিহ হাদিস? যথা:১. মা-বাবার দিকে তাকালে কবুল হজ্জ এর সওয়াব পাওয়া যায়।২. কুরআনের দিকে তাকালে সওয়াব পাওয়া যায়।৩. কাবার গিলাবের দিকে তাকালে সওয়াব পাওয়া যায়। আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।


প্রশ্ন:‌ 
নিম্নোক্ত তিনটি হাদিস বিভিন্ন বক্তাদের মুখে শোনা যায়। এগুলো কি সহিহ হাদিস? যথা:
১. মা-বাবার দিকে তাকালে কবুল হজ্জ এর সওয়াব পাওয়া যায়।
২. কুরআনের দিকে তাকালে সওয়াব পাওয়া যায়।
৩. কাবার গিলাবের দিকে তাকালে সওয়াব পাওয়া যায়।

 উত্তর:
 এ সংক্রান্ত হাদিসগুলো একটাও সহিহ নয়। 
নিম্নে লোকমুখে প্রচলিত বা এক শ্রেণীর বিদআতি বক্তার মুখ থেকে শ্রুত এ হাদিসগুলোর অবস্থা ও মান সুবিজ্ঞ মুহাদ্দিসদের মতামতের আলোকে তুলে ধরা হল:

❒ হাদিস: ১ (যাঈফ জিদ্দান/অত্যধিক দুর্বল)

আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
 [خمس من العبادة : قلة الطعام ، والقعود في المساجد ، والنظر إلى الكعبة ، والنظر في المصحف ، والنظر إلى وجه العالم  [وهو حديث ضعيف جداً- ضعيف الجامع الصغير رقم:2855 

“পাঁচটি জিনিস ইবাদতের অন্তর্ভুক্ত। যথা:
১) কম খাওয়া।
২) মসজিদে বসে থাকা।
৩) কাবার দিকে তাকানো।
৪) মুসহাফ (কুরআন) এর দিকে তাকানো।
৫) আলেমের চেহারার দিকে তাকানো।”
◍ ইমাম যাহাবী বলেন,
 فيه سليمان بن الربيع النهدي متروك وفيه همام بن مسلم تالف
 অর্থাৎ এর বর্ণনা সূত্রে সুলাইমান ইবনুর রাবী আন নাহদি নামক একজন বর্ণনাকারী রয়েছে তিনি মুহাদ্দিসদের নিকট মাতরূক (পরিত্যাজ্য) এবং হুমাম বিন মুসলিম নামে আরেকজন বর্ণনাকারী আছে তিনি তালেফ (ধ্বংসপ্রাপ্ত)। [উৎস: আল ইলালুল মুতানাহিয়া/৩০২]

◍ শাইখ আলবানি বলেন: ضعيف جدا  (অত্যধিক দুর্বল) [উৎস: যঈফুল জামে আস সাগির, হা/২৮৫৫]
❒ হাদিস: ২ (মওযু/বানোয়াট)
জাবের ইবনে আব্দুল্লাহ থেকে হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
النظر في المصحف عبادة ، ونظر الولد إلى الوالدين عبادة ، والنظر إلى علي بن أبي طالب عبادة
[وهو حديث موضوع ، كما قال الألباني في السلسلة الضعيفة]
“মুসহাফ (কুরআন) এর দিকে তাকানো ইবাদত, বাবা-মার দিকে তাকানো ইবাদত এবং আলি বিন আবি তালেব রা. এর দিকে তাকানো ইবাদত।” 
◍  এটি মাওযু/বানোয়াট তথা হাদিসের নামে মিথ্যাচার। [উৎস: সিলসিলা যাঈফা, হা/৩৫৬]
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব
#abdullahilhadi

Post a Comment

0 Comments