Recent Tube

আল কুরআন।




                       সূরা ত্বো-য়াহা ;

সূরা নম্বরঃ ২০, 
আয়াত নম্বরঃ ১১৬;
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَؕ اَبٰى
স্মরণ কর, যখন ফিরিশ্তাগণকে বলিলাম, 'আদমের প্রতি সিজদা কর,' তখন ইবলীস ব্যতীত সকলেই সিজদা করিল, সে অমান্য করিল।

   আয়াত নম্বরঃ ১১৭;
فَقُلْنَا يٰۤاٰدَمُ اِنَّ هٰذَا  عَدُوٌّ لَّكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَـنَّةِ فَتَشْقٰى
  অতঃপর আমি বলিলাম, 'হে আদম! নিশ্চয়ই এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হইতে বাহির করিয়া না দেয়, দিলে তোমরা দুঃখ-কষ্ট পাইবে।

    আয়াত নম্বরঃ ১১৮;
اِنَّ  لَـكَ اَلَّا تَجُوْعَ فِيْهَا وَلَا تَعْرٰىۙ
 'তোমার জন্য ইহাই রহিল যে, তুমি জান্নাতে ক্ষুধার্তও হইবে না ও নগ্ন ও হইবে না;

    আয়াত নম্বরঃ ১১৯;
وَاَنَّكَ لَا تَظْمَؤُا فِيْهَا وَلَا تَضْحٰى
এবং সেখানে পিপাসার্ত হইবে না এবং রৌদ্র-ক্লিষ্টও হইবে না।'

    আয়াত নম্বরঃ ১২০;
فَوَسْوَسَ اِلَيْهِ الشَّيْطٰنُ قَالَ يٰۤاٰدَمُ هَلْ اَدُلُّكَ عَلٰى شَجَرَةِ  الْخُلْدِ وَمُلْكٍ لَّا يَبْلٰى
 অতঃপর শয়তান তাহাকে কুমন্ত্রণা দিল; 'সে বলিল, হে আদম! আমি কি তোমাকে বলিয়া দিব অনন্ত জীবনপ্রদ বৃক্ষের কথা ও অক্ষয় রাজ্যের কথা?'



 


 

 


Post a Comment

0 Comments