Recent Tube

আল কুরআন।


   
                             সূরা ত্বো-য়াহা ;

সূরা নম্বরঃ ২০, 

  আয়াত নম্বরঃ ১০৬;
فَيَذَرُهَا قَاعًا صَفْصَفًا  ۙ
'অতঃপর তিনি উহাকে পরিণত করিবেন মসৃণ সমতল ময়দানে,

   আয়াত নম্বরঃ ১০৭;
لَّا تَرٰى فِيْهَا عِوَجًا وَّلَاۤ اَمْتًا  ؕ
 'যাহাতে তুমি বক্রতা ও উচ্চতা দেখিবে না।'

   আয়াত নম্বরঃ ১০৮;
يَوْمَٮِٕذٍ  يَّتَّبِعُوْنَ الدَّاعِىَ لَا عِوَجَ لَهٗ‌ؕ وَخَشَعَتِ الْاَصْوَاتُ لِلرَّحْمٰنِ  فَلَا تَسْمَعُ اِلَّا هَمْسًا
 সেই দিন উহারা আহ্বানকারীর অনুসরণ করিবে, এই ব্যাপারে এদিক-ওদিক করিতে পারিবে না। দয়াময়ের সম্মুখে সকল শব্দ স্তব্ধ হইয়া যাইবে; সুতরাং মৃদু পদধ্বনি ব্যতীত তুমি কিছুই শুনিবে না।

   আয়াত নম্বরঃ ১০৯;
يَوْمَٮِٕذٍ لَّا تَنْفَعُ الشَّفَاعَةُ اِلَّا مَنْ اَذِنَ لَـهُ الرَّحْمٰنُ وَرَضِىَ لَـهٗ قَوْلًا
  দয়াময় যাহাকে অনুমতি দিবেন ও যাহার কথা তিনি পছন্দ করিবেন সে ব্যতীত কাহারও সুপারিশ সেই দিন কোন কাজে আসিবে না।

    আয়াত নম্বরঃ ১১০;
يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ  وَلَا يُحِيْطُوْنَ بِهٖ عِلْمًا
 তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত, কিন্তু উহারা জ্ঞান দ্বারা তাঁহাকে আয়ত্ত করিতে পারে না।

 

 
 
 

Post a Comment

0 Comments