Recent Tube

আল কুরআন।




                       সূরা আম্বিয়া ;

সূরা নম্বরঃ ২১, 

  আয়াত নম্বরঃ ৫১;
وَلَـقَدْ اٰتَيْنَاۤ اِبْرٰهِيْمَ رُشْدَهٗ مِنْ قَبْلُ وَ كُنَّا بِهٖ عٰلِمِيْنَ‌ۚ
 আমি তো ইহার পূর্বে ইব্রাহীমকে সৎপথের জ্ঞান দিয়াছিলাম এবং আমি তাহার সম্বন্ধে ছিলাম সম্যক পরিজ্ঞাত।

   আয়াত নম্বরঃ ৫২;
اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَا هٰذِهِ التَّمَاثِيْلُ  الَّتِىْۤ اَنْتُمْ لَهَا عٰكِفُوْنَ
  যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিল, 'এই মূর্তিগুলি কী, যাহাদের পূজায় তোমরা রত রহিয়াছ !'
 
   আয়াত নম্বরঃ ৫৩;
قَالُوْا وَجَدْنَاۤ اٰبَآءَنَا لَهَا  عٰبِدِيْنَ
  উহারা বলিল, 'আমরা আমাদের পিতৃপুরুষগণকে ইহাদের পূজা করিতে দেখিয়াছি।'

    আয়াত নম্বরঃ ৫৪;
قَالَ لَـقَدْ كُنْتُمْ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ فِىْ ضَلٰلٍ  مُّبِيْنٍ
সে বলিল, 'তোমরা নিজেরা এবং তোমাদের পিতৃপুরুষগণও রহিয়াছে স্পষ্ট বিভ্রান্তিতে।'

    আয়াত নম্বরঃ ৫৫;
قَالُوْۤا اَجِئْتَـنَا بِالْحَـقِّ اَمْ اَنْتَ مِنَ اللّٰعِبِيْنَ
  উহারা বলিল, 'তুমি কি আমাদের নিকট সত্য আনিয়াছ, না তুমি কৌতুক করিতেছ ?'

 
 
 


 


Post a Comment

0 Comments