Recent Tube

যাদু গ্রস্ত হওয়ার কিছু আলামত: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।

 







 
যাদু গ্রস্ত হওয়ার কিছু   আলামত:


 প্রশ্ন: 
 কোন ব্যক্তিকে তাবিজ করা হয়েছে তা জানার জন্য শরীয়ত সম্মত কোন উপায় আছে কি? দয়া করে জানাবেন।

উত্তর: 
 বিশেষজ্ঞগণ যাদুর আলামত সম্পর্কে ভালো জানেন। তাদের বক্তব্য থেকে কিছু আলামত তুলে ধরা হল:
যদি স্বামী-স্ত্রীর মাঝে নিম্নোক্ত বিষয়গুলো পরিলক্ষিত হয়:
১. হঠাৎ ভালবাসা থেকে শত্রুতায় রূপান্তরিত হওয়া ।
২. উভয়ের মাঝে অধিক সন্দেহ সৃষ্টি হওয়া।
৩. পরস্পর ক্ষমা না চাওয়া ও ক্ষমা না করা।
৪. অতিমাত্রায় মতবিরোধ সৃষ্টি হওয়া যদিও তা সামান্য ব্যাপারকে কেন্দ্র করে।
৫. স্ত্রীর সৌন্দর্য অসুন্দরে পরিণত হওয়া। যদিও সে খুবই সুন্দরী হোক স্বামীর কাছে নিকৃষ্ট মনে হওয়া। আর স্ত্রীর কাছে স্বামী নিকৃষ্ট উপলব্ধি হওয়া।
৬. যাদু গ্রস্তের নিকট অপর জনের প্রত্যেক কৰ্মই অপছন্দ হওয়া।
৭. যাদু গ্রস্ত অপর পক্ষের বসার স্থানকে অপছন্দ করা। যেমন: স্বামী গৃহের বাইরে খুব ভাল বোধ করে ঘরে প্রবেশ করলেই অন্তরে অতি সংকীর্ণতা বোধ করে।
 ইবনে কাসির রাহ. বলেন, “স্বামী-স্ত্রীর বিচ্ছিন্নতার যাদুর ফলে যাদুগ্ৰস্ত অপরজনকে কুদৃষ্টিতে দেখবে বা সন্দেহের দৃষ্টিতে দেখবে বা এ ধরণের অন্যান্য বিচ্ছেদ সৃষ্টিকারী বিষয়ে পতিত হবে।” [তাফসীর ইবনে কাসির: ১/১৪৪]
(উৎস: যাদুকর ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি)
এ ছাড়াও সব সময় মানসিক অবসাদ, বিষণ্ণতা ও বিনা কারণে অস্থিরতা অনুভব করা, সার্বক্ষণিক মাথা বা পিঠে এমন ব্যথা অনুভব করা যা কোন ওষুধেও উপশম হয় না, বিনা কারণে চরম ভয়-ভীতি অনুভব করা, হঠাৎ নামায-রোযা ছেড়ে দেয়া, কুরআন, তিলাওয়াত, দুয়া ও জিকিরে মনোযোগ বসাতে না পারা, হঠাৎ করে দাম্পত্য জীবনে আগ্রহ হারিয়ে ফেলা, বা যৌন ক্ষমতা লোপ পাওয়া, স্মৃতিশক্তি অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়া ইত্যাদি।
আল্লাহ তাআলা যাদু থেকে আমাদেরকে রক্ষা করুন। আমীন।
---------------------------- 
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল। 
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব
#abdullahilhadi

Post a Comment

0 Comments