Recent Tube

আল কুরআন।





                     সূরা আম্বিয়া ;

সূরা নম্বরঃ ২১, 
আয়াত নম্বরঃ ৬৬; 
قَالَ اَفَتَعْبُدُوْنَ  مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكُمْ شَيْـًٔـا وَّلَا يَضُرُّكُمْؕ
  ইব্রাহীম বলিল, 'তবে কি তোমরা আল্লাহ্‌র পরিবর্তে এমন কিছুর 'ইবাদত কর যাহা তোমাদের কোন উপকার করিতে পারে না, ক্ষতিও করিতে পারে না ?'

    আয়াত নম্বরঃ ৬৭;
اُفٍّ  لَّـكُمْ وَلِمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ
 'ধিক্ তোমাদেরকে এবং আল্লাহ্‌র পরিবর্তে তোমরা যাহাদের 'ইবাদত কর তাহাদেরকে! তবুও কি তোমরা বুঝিবে না ?'

    আয়াত নম্বরঃ ৬৮;
قَالُوْا حَرِّقُوْهُ وَانْصُرُوْۤا اٰلِهَتَكُمْ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ
  উহারা বলিল, 'তাহাকে পোড়াইয়া দাও, সাহায্য কর তোমাদের দেবতাগুলিকে, তোমরা যদি কিছু করিতে চাও।'

   আয়াত নম্বরঃ ৬৯;
قُلْنَا يٰنَارُ كُوْنِىْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰٓى اِبْرٰهِيْمَۙ
 আমি বলিলাম, 'হে অগ্নি ! তুমি ইব্রাহীমের জন্য শীতল ও নিরাপদ হইয়া যাও।'

    আয়াত নম্বরঃ ৭০;
وَاَرَادُوْا  بِهٖ كَيْدًا فَجَعَلْنٰهُمُ الْاَخْسَرِيْنَ‌ۚ
 উহারা তাহার ক্ষতি সাধনের ইচ্ছা করিয়াছিল। কিন্তু আমি উহাদেরকে করিয়া দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত।

 
 


 


Post a Comment

0 Comments