Recent Tube

ঈদ মোবারক ; একে এম রুকনুজ্জামান।


 ঈদ মোবারক ;
 একে এম রুকনুজ্জামান। 

গোধুলীর মনোরম মিষ্টি বাতাসে,
বিদায় নিলো রামাদ্বান  অবশেষে, 
এলো উদ্ভাসিত রজনী  দিলো  খুশির ডাক।

দেখো পশ্চিমা এই দূর আকাশে,
শাওয়ানের বাকাঁ চাঁদ মুচকি হেসে,
সবাইকে বলে যায় ঈদ মোবারক।।

কালো চাদরে আবৃত অতীতে,
যদি বেদনা থাকে এই স্মৃতিতে,
তবে ও প্রাণ খুলে হেসে গড়ে নাও বন্ধন।

হৃদয় সীসা ঢালা আধারেতে,
রাঙ্গাও হেরার প্রজ্জ্বলিত আলোতে,
আপন ঠহরে দেখে নাও ঈদ গাহের প্রাঙ্গণ। 

ফিতরাতের অর্থ নিয়ে নাও হাতে,
উঠো ওমরের মত গভীর রাতে 
দেখ ঈদ আনন্দে শামিল নয় কতো আপন।

হাত প্রশস্ত করো একা নিভৃতে, 
উদারতা শিখে নাও বিনা স্বার্থে, 
উল্লাসে নিয়ে নাও এই সাহসী পণ।

গরীব দুঃখী উভয়েরই পাশে 
ছুটে চলো কাছে মুচকি হেসে,
করে দাও যতো সব নিন্দুককে অবাক।

খুশির ধ্বনি উঠুক বাতাসে,
ভেদাভেদ ভূলে মেতে উঠো উল্লাসে,
সবার কাছে পৌছে যাক আমার এই ঈদ মোবারক।।

Post a Comment

0 Comments