Recent Tube

আল কুরআন।



                  সূরা আল মু'মিনুন;

সূরা নম্বরঃ ২৩, 
আয়াত নম্বরঃ ৫১;
يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا‌  ؕ اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ ؕ 
 'হে রাসূলগণ! তোমরা পবিত্র বস্তু হইতে আহার কর ও সৎকর্ম কর; তোমরা যাহা কর সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত।

   আয়াত নম্বরঃ ৫২;
وَاِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً  وَّاحِدَةً وَّاَنَا رَبُّكُمْ فَاتَّقُوْنِ
 'এবং তোমাদের এই যে জাতি ইহা তো একই জাতি এবং আমিই তোমাদের প্রতিপালক; অতএব আমাকে ভয় কর।'

   আয়াত নম্বরঃ ৫৩;
فَتَقَطَّعُوْۤا اَمْرَهُمْ بَيْنَهُمْ زُبُرًا‌  ؕ كُلُّ حِزْبٍۢ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ
 কিন্তু তাহারা নিজেদের মধ্যে তাহাদের দীনকে বহুধাবিভক্ত করিয়াছে। প্রত্যেক দলই তাহাদের নিকট যাহা আছে তাহা লইয়া আনন্দিত।

  আয়াত নম্বরঃ ৫৪
فَذَرْهُمْ فِىْ غَمْرَتِهِمْ حَتّٰى  حِيْنٍ
সুতরাং কিছুকালের জন্য উহাদেরকে স্বীয় বিভ্রান্তিতে থাকিতে দাও।

  আয়াত নম্বরঃ ৫৫;
اَيَحْسَبُوْنَ اَنَّمَا نُمِدُّهُمْ بِهٖ مِنْ مَّالٍ وَّبَنِيْنَۙ
 উহারা কি মনে করে যে, আমি উহাদেরকে সাহায্যস্বরূপ যে ধনৈশ্বর্য ও সন্তান-সন্ততি দান করি, তদ্দ্বারা

 

 

 

 


Post a Comment

0 Comments