Recent Tube

আল কুরআন।



                  সূরা আল মু'মিনুন;


  সূরা নম্বরঃ ২৩, 

 আয়াত নম্বরঃ ৪৬
اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ٮِٕهٖ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا عٰلِيْنَ‌ ۚ
  ফির'আওন ও তাহার পারিষদবর্গের নিকট। কিন্তু উহারা অহংকার করিল; উহারা ছিল উদ্ধত সম্প্রদায়।

 আয়াত নম্বরঃ ৪৭
فَقَالُـوْۤا  اَنُؤْمِنُ لِبَشَرَيْنِ مِثْلِنَا وَقَوْمُهُمَا لَـنَا عٰبِدُوْنَ‌ۚ
 উহারা বলিল, 'আমরা কি এমন দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করিব যাহারা আমাদেরই মত এবং যাহাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে ?'

  আয়াত নম্বরঃ ৪৮;
فَكَذَّبُوْهُمَا  فَكَانُوْا مِنَ الْمُهْلَـكِيْنَ
  অতঃপর উহারা তাহাদেরকে অস্বীকার করিল, ফলে উহারা ধ্বংস প্রাপ্ত হইল।

  আয়াত নম্বরঃ ৪৯;
وَلَـقَدْ اٰتَيْنَا مُوْسَى الْـكِتٰبَ لَعَلَّهُمْ  يَهْتَدُوْنَ
 আমি তো মূসাকে কিতাব দিয়াছিলাম যাহাতে উহারা সৎপথ পায়।

   আয়াত নম্বরঃ ৫০;
وَجَعَلْنَا ابْنَ مَرْيَمَ وَاُمَّهٗۤ اٰيَةً وَّاٰوَيْنٰهُمَاۤ اِلٰى رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَّمَعِيْنٍ
  এবং আমি মারইয়াম-তনয় ও তাহার জননীকে করিয়াছিলাম এক নিদর্শন, তাহাদেরকে আশ্রয় দিয়াছিলাম এক নিরাপদ ও প্রস্রবণ বিশিষ্ট উচ্চ ভূমিতে।

 


 

 

Post a Comment

0 Comments