বামহাতে তাসবিহ গণনা করার বিধান।
------------◈◉◈------------
প্রশ্ন:
তাসবিহ কি দু হাতের আঙ্গুলে গুনে গুনে পাঠ করতে পারবো নাকি শুধু ডানহাতের আঙ্গুলে গুনে পাঠ করতে হবে?
উত্তর:
ডানহাতে তাসবিহ গণনা করা সুন্নত। কেননা হাদিসে বর্ণিত হয়েছে,
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، قَالَ رَأَيْتُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَعْقِدُ التَّسْبِيحَ قَالَ ابْنُ قُدَامَةَ بِيَمِينِهِ . - صحيح
আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, "আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আঙ্গুলে গুনে গুনে তাসবিহ পাঠ করতে দেখেছি।"
ইবনু কুদামাহ (রহঃ) বলেন, ডান হাতের আঙ্গুল দ্বারা। [সুনান আবু দাউদ (তাহকিককৃত) ২/ সালাত, পরিচ্ছেদঃ ৩৫৯. কংকর দ্বারা তাসবীহ পাঠ করা প্রসঙ্গে]
তাছাড়া ভালো কাজের জন্য ডানহাত ব্যবহার করা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বক্ষেত্রে ডান পছন্দ করতেন। হাদিসে বর্ণিত হয়েছে,
عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْجِبُهُ التَّيَمُّنُ فِي تَنَعُّلِهِ وَتَرَجُّلِهِ وَطُهُورِهِ وَفِي شَأْنِهِ كُلِّهِ
আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, "রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা, চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন করা তথা প্রত্যেক কাজই ডান দিক থেকে শুরু করতে ভালবাসতেন।" (সহিহ বুখারি, হা/১৬৯)
তাই যথাসম্ভব ডান হাত ব্যবহার করার চেষ্টা করতে হবে। কিন্তু ডানহাত ব্যস্ত থাকলে বা ডান হাতে কোনও সমস্যা থাকলে বাম হাতেও গণনা করা জায়েজ আছে। এতে গুনাহ হবে না ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
اعْقِدْنَ بِالْأَنَامِلِ فَإِنَّهُنَّ مَسْئُولَاتٌ مُسْتَنْطَقَاتٌ
“তোমরা আঙ্গুল দ্বারা তাসবিহ গণনা কর। কেননা (কিয়ামত দিবসে) এগুলো জিজ্ঞাসিত হবে এবং এগুলোকে কথা বলানো হবে।” [মুসনাদে আহমদ ও আবু দাউদ, অধ্যায়: সালাত, অনুচ্ছেদ: কঙ্কর দ্বারা তাসবিহ গণনা করা। তিরমিযি, অধ্যায়: দুআ, অনুচ্ছেদ: তসবিহ পাঠ করার ফযিলত।]
উক্ত হাদিসে কেবল আঙ্গুল দ্বারা গণনা করতে বলা হয়েছে; ডান-বাম কিছু বলা হয় নি।
সুতরাং কেউ যদি ডান অথবা বাম অথবা ডান-বাম উভয় হাতের আঙুল দ্বারা তাসবিহ গণনা করে ইনশাআল্লাহ তাতে কোন সমস্যা নেই। বিশেষ করে যদি ডানহাতে কোন সমস্যা হয়। মোটকথা, বিষয়টিতে প্রশস্ততা রয়েছে আল হামদুলিল্লাহ। আল্লাহু আলাম।
◉ প্রশ্ন: বামহাত দিয়ে কি তাসবিহ গণনা করায় গুনাহ হবে যদি ডানহাত ব্যস্ত থাকে?
উত্তর:
ডানহাতে তাসবিহ গণনা করা উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজগুলো ডানহাত দ্বারা করা পছন্দ করতেন। বরং প্রতিটি কর্মই তিনি ডান দিক থেকে করা পছন্দ করতেন। তবে ডানহাত ব্যস্ত থাকলে বা কোন কারণে ডানহাতে তাসবিহ গণনা করা কষ্টসাধ্য হলে বামহাতে তাসবিহ গণনা করায় কোন আপত্তি নেই ইনশাআল্লাহ।
প্রশ্ন:
আমি যদি ডান ও বাম উভয় হাতের আঙ্গুল দিয়ে যদি তাসবিহ গণনা করি তাহলে তাতে কি কোনও সমস্যা আছে?
উত্তর:
ডানহাতের আঙুল দ্বারা তাসবিহ গণনা করা উত্তম। তবে কেবল বামহাতের অথবা ডান ও বাম উভয় হাতের আঙুল ব্যবহার করলেও কোন সমস্যা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডানহাতে তাসবিহ গুণনা করতেন এবং সর্বক্ষেত্রে ডানকে অগ্রাধিকার দিতেন বেশি। তাই তাসবিহ গণনার ক্ষেত্রে যথাসম্ভব ডানহাত ব্যবহার করা উত্তম। আল্লাহু আলাম।
◈ আরও পুড়ুন: তাসবীহদানা এবং কাউন্টার মেশিন দিয়ে তাসবিহ পাঠ করার বিধান
https://www.facebook.com/Guidance2TheRightPath/posts/589506661468883
------------◈◉◈------------
উত্তর প্রদান:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব
#abdullahilhadi
0 Comments