Recent Tube

আল কুরআন।



                  সূরা আল মু'মিনুন।

সূরা নম্বরঃ ২৩, 
আয়াত নম্বরঃ ৮৬;
قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ  الْعَظِيْمِ
জিজ্ঞাসা কর, 'কে সপ্ত আকাশ এবং মহা 'আরশের অধিপতি ?'

  আয়াত নম্বরঃ ৮৭;
سَيَقُوْلُوْنَ لِلّٰهِ‌ؕ قُلْ اَفَلَا تَتَّقُوْنَ
 উহারা বলিবে, 'আল্লাহ্‌র'। বল, 'তবুও কি তোমরা সাবধান হইবে না?

   আয়াত নম্বরঃ ৮৮;
قُلْ مَنْۢ  بِيَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَىْءٍ وَّهُوَ يُجِيْرُ وَلَا يُجَارُ عَلَيْهِ اِنْ  كُنْتُمْ تَعْلَمُوْنَ
  জিজ্ঞাসা কর, 'সকল কিছুর কর্তৃত্ব কাহার হাতে, যিনি আশ্রয় দান করেন এবং যাঁহার উপর আশ্রয়দাতা নাই, যদি তোমরা জান ?'

  আয়াত নম্বরঃ ৮৯;
سَيَقُوْلُوْنَ لِلّٰهِ‌ؕ قُلْ فَاَنّٰى تُسْحَرُوْنَ
 উহারা বলিবে, 'আল্লাহ্‌র'। বল, 'তবুও কি তোমরা কেমন করিয়া মোহগ্রস্ত হইতেছ?

   আয়াত নম্বরঃ ৯০;
بَلْ اَتَيْنٰهُمْ بِالْحَـقِّ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ
 বরং আমি তো উহাদের নিকট সত্য পৌঁছাইয়াছি; কিন্তু উহারা তো নিশ্চিত মিথ্যাবাদী।

 

 

 

 


Post a Comment

0 Comments