Recent Tube

আল কুরআন।


      
                        সূরা আন-নূর;

   সূরা নম্বরঃ ২৪, 
 আয়াত নম্বরঃ ৪৬;
لَـقَدْ اَنْزَلْنَاۤ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍ‌ؕ وَ اللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
 আমি তো সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করিয়াছি, আল্লাহ্ যাহাকে ইচ্ছা সরল সঠিক পথ প্রদর্শন করেন।

   আয়াত নম্বরঃ ৪৭;
وَيَقُوْلُوْنَ اٰمَنَّا  بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ مِّنْۢ بَعْدِ  ذٰلِكَ‌ؕ وَمَاۤ اُولٰٓٮِٕكَ بِالْمُؤْمِنِيْنَ
 উহারা বলে, 'আমরা আল্লাহ্ ও রাসূলের প্রতি ঈমান আনিলাম এবং আমরা আনুগত্য স্বীকার করিলাম', কিন্তু ইহার পর উহাদের একদল মুখ ফিরাইয়া নেয়; বস্তুত উহারা মু'মিন নয়।

   আয়াত নম্বরঃ ৪৮;
وَاِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ  لِيَحْكُمَ بَيْنَهُمْ اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ مُّعْرِضُوْنَ
  এবং যখন উহাদেরকে আহ্বান করা হয় আল্লাহ্ ও তাঁহার রাসূলের দিকে উহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবার জন্য তখন উহাদের একদল মুখ ফিরাইয়া নেয়।

  আয়াত নম্বরঃ ৪৯;
وَاِنْ يَّكُنْ لَّهُمُ الْحَـقُّ  يَاْتُوْۤا اِلَيْهِ مُذْعِنِيْنَؕ
 আর যদি উহাদের প্রাপ্য থাকে তাহা হইলে উহারা বিনীত ভাবে রাসূলের নিকট ছুটিয়া আসে।

  আয়াত নম্বরঃ ৫০;
اَفِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَمِ ارْتَابُوْۤا اَمْ  يَخَافُوْنَ اَنْ يَّحِيْفَ اللّٰهُ عَلَيْهِمْ وَرَسُوْلُهٗ‌ؕ بَلْ اُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ
  উহাদের অন্তরে কি ব্যাধি আছে, না উহারা সংশয় পোষণ করে ? না উহারা ভয় করে যে, আল্লাহ্ ও তাঁহার রাসূল উহাদের প্রতি জুলুম করিবেন? বরং উহারাই তো জালিম।

 
 

 
 


Post a Comment

0 Comments