Recent Tube

আল কুরআন।


          
                  সুরা, আস-শোআরা।


  সূরা নম্বরঃ ২৬, 
 আয়াত নম্বরঃ ২৬;
قَالَ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآٮِٕكُمُ  الْاَوَّلِيْنَ
 মূসা বলিল, 'তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষগণেরও প্রতিপালক।'

  আয়াত নম্বরঃ ২৭;
قَالَ اِنَّ رَسُوْلَـكُمُ الَّذِىْۤ اُرْسِلَ اِلَيْكُمْ لَمَجْنُوْنٌ
 ফির'আওন বলিল, 'তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূল তো নিশ্চয়ই পাগল।'

  আয়াত নম্বরঃ ২৮;
قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَا  ؕ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ
 মূসা বলিল, 'তিনি পূর্ব ও পশ্চিমের এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক; যদি তোমরা বুঝিতে !'

 আয়াত নম্বরঃ ২৯;
قَالَ لَٮِٕنِ اتَّخَذْتَ اِلٰهًا غَيْرِىْ لَاَجْعَلَـنَّكَ مِنَ الْمَسْجُوْنِيْنَ
 ফির'আওন বলিল, 'তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ কর আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করিব।'

  আয়াত নম্বরঃ ৩০;
قَالَ اَوَلَوْ جِئْتُكَ بِشَىْءٍ مُّبِيْنٍ‌ۚ
 মূসা বলিল, 'আমি যদি তোমার নিকট কোন স্পষ্ট নিদর্শন আনয়ন করি, তবুও?'

 


 

 


Post a Comment

0 Comments