Recent Tube

আল কুরআন।


               সুরা, আস-শোআরা।

সূরা নম্বরঃ ২৬, 
আয়াত নম্বরঃ ৩১;
قَالَ فَاْتِ بِهٖۤ اِنْ كُنْتَ مِنَ  الصّٰدِقِيْنَ
ফির'আওন বলিল, 'তুমি যদি সত্যবাদী হও তবে উহা উপস্থিত কর।'

  আয়াত নম্বরঃ ৩২;
‌فَاَ لْقٰى عَصَاهُ فَاِذَا هِىَ ثُعْبَانٌ مُّبِيْنٌ‌   ۖ  ‌‌ۚ
অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিলে তৎক্ষণাৎ উহা এক সাক্ষাৎ অজগর হইল।

  আয়াত নম্বরঃ ৩৩;
وَّنَزَعَ يَدَهٗ  فَاِذَا هِىَ بَيْضَآءُ لِلنّٰظِرِيْنَ
 এবং মূসা হাত বাহির করিল আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল।

 আয়াত নম্বরঃ ৩৪;
قَالَ لِلْمَلَاِ حَوْلَهٗۤ اِنَّ هٰذَا لَسٰحِرٌ  عَلِيْمٌۙ
ফির'আওন তাহার পারিষদবর্গকে বলিল, 'এ তো এক সুদক্ষ জাদুকর !

  আয়াত নম্বরঃ ৩৫;
يُّرِيْدُ اَنْ يُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ بِسِحْرِهٖ  ‌ۖ   فَمَاذَا تَاْمُرُوْنَ‌
'এ তোমাদেরকে তোমাদের দেশ হইতে তাহার জাদুবলে বহিষ্কার করিতে চায়। এখন তোমরা কী করিতে বল?'

 
 

 

Post a Comment

0 Comments