Recent Tube

আল কুরআন।


সূরা নম্বরঃ ২৬, 
আয়াত নম্বরঃ ১৬
فَاْتِيَا فِرْعَوْنَ  فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلُ رَبِّ الْعٰلَمِيْنَۙ
'অতএব তোমরা উভয়ে ফির'আওনের নিকট যাও এবং বল, 'আমরা তো জগত সমূহের প্রতিপালকের রাসূল,
 
আয়াত নম্বরঃ ১৭;
اَنْ اَرْسِلْ مَعَنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ  ؕ
'আমাদের সঙ্গে যাইতে দাও বনী ইসরাঈলকে।'
ফির'আওন বলিল, 'আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন-পালন করি নাই? 

 আয়াত নম্বরঃ ১৮,
قَالَ اَلَمْ نُرَبِّكَ فِيْنَا وَلِيْدًا وَّلَبِثْتَ فِيْنَا مِنْ عُمُرِكَ سِنِيْنَۙ
 আর তুমি তো তোমার জীবনের বহু বৎসর আমাদের মধ্যে কাটাইয়াছ,

 আয়াত নম্বরঃ ১৯;
وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِىْ فَعَلْتَ وَاَنْتَ مِنَ الْكٰفِرِيْنَ
'এবং তুমি তোমার কর্ম যাহা করিবার তাহা তো করিয়াছ; তুমি অকৃতজ্ঞ।'

  আয়াত নম্বরঃ ২০;
قَالَ فَعَلْتُهَاۤ اِذًا وَّاَنَا مِنَ الضَّآلِّيْنَؕ
 মূসা বলিল, 'আমি তো ইহা করিয়াছিলাম তখন, যখন ছিলাম অনবধান।

 

 
 
 

Post a Comment

0 Comments