Recent Tube

আল কুরআন।



                 সুরা, আস-শোআরা।

  সূরা নম্বরঃ ২৬, 
 আয়াত নম্বরঃ ৪১;
فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالُوْا لِفِرْعَوْنَ اَٮِٕنَّ  لَـنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِيْنَ
  অতঃপর জাদুকরেরা আসিয়া ফিরা'আওনকে বলিল, 'আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য পুরস্কার থাকিবে তো?

  আয়াত নম্বরঃ ৪২;
قَالَ نَعَمْ وَاِنَّكُمْ اِذًا لَّمِنَ  الْمُقَرَّبِيْنَ
 ফিরা'আওন বলিল, 'হ্যাঁ, তখন তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের শামিল হইবে।'

   আয়াত নম্বরঃ ৪৩;
قَالَ لَهُمْ مُّوْسٰۤى اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ
 মূসা উহাদেরকে বলিল, 'তোমাদের যাহা নিক্ষেপ করিবার তাহা নিক্ষেপ কর।'

    আয়াত নম্বরঃ ৪৪;
فَاَلْقَوْا حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوْا بِعِزَّةِ فِرْعَوْنَ اِنَّا لَـنَحْنُ  الْغٰلِبُوْنَ 
  অতঃপর উহারা উহাদের রজ্জু ও লাঠি নিক্ষেপ করিল এবং উহারা বলিল, 'ফির'আওনের ইজ্জতের শপথ ! আমরাই বিজয়ী হইব।'

  আয়াত নম্বরঃ ৪৫;
فَاَ لْقٰى مُوْسٰى عَصَاهُ فَاِذَا هِىَ تَلْقَفُ مَا يَاْفِكُوْنَ‌    ۖ  ‌ۚ
 অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল, সহসা উহা উহাদের অলীক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল।

 

 

 

 

Post a Comment

0 Comments