Recent Tube

আল কুরআন।



                 সুরা, আস-শোআরা।

সূরা নম্বরঃ ২৬, ;
আয়াত নম্বরঃ ৪৬;
فَاُلْقِىَ السَّحَرَةُ سٰجِدِيْنَۙ
তখন জাদুকরেরা সিজদাবনত হইয়া পড়িল।

 আয়াত নম্বরঃ ৪৭
قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِيْنَۙ
এবং বলিল, 'আমরা ঈমান আনয়ন করিলাম জগতসমূহের প্রতিপালকের প্রতি-

 আয়াত নম্বরঃ ৪৮;
رَبِّ مُوْسٰى  وَهٰرُوْنَ
'যিনি মূসা ও হারূনেরও প্রতিপালক।'

আয়াত নম্বরঃ ৪৯;
قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَـكُمْ‌ۚ اِنَّهٗ لَـكَبِيْرُكُمُ الَّذِىْ عَلَّمَكُمُ السِّحْرَ‌ۚ فَلَسَوْفَ تَعْلَمُوْنَ ۙ لَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَـكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُصَلِّبَنَّكُمْ اَجْمَعِيْنَ‌ۚ
 ফির'আওন বলিল, 'কী ! আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা উহাতে বিশ্বাস করিলে? সে-ই তো তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়াছে। শীঘ্রই তোমরা ইহার পরিণাম জানিবে। আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক হইতে কর্তন করিব এবং তোমাদের সকলকে শূলবিদ্ধ করিবই।'

  আয়াত নম্বরঃ ৫০;
قَالُوْا لَا ضَيْرَ‌ اِنَّاۤ اِلٰى  رَبِّنَا مُنْقَلِبُوْنَ‌ۚ
 উহারা বলিল, 'কোন ক্ষতি নাই, আমরা আমাদের প্রতিপালকের নিকটই প্রত্যাবর্তন করিব।

 

 
 

Post a Comment

0 Comments