Recent Tube

আল কুরআন।




                 সুরা, আস-শোআরা।

সূরা নম্বরঃ ২৬, 
আয়াত নম্বরঃ ১১;
قَوْمَ فِرْعَوْنَ‌ؕ اَلَا يَتَّقُوْنَ‌
'ফির'আওনের সম্প্রদায়ের নিকট; উহারা কি ভয় করে না?'

  আয়াত নম্বরঃ ১২;
قَالَ رَبِّ  اِنِّىْۤ اَخَافُ اَنْ يُّكَذِّبُوْنِؕ
 তখন সে বলিয়াছিল, 'হে আমার প্রতিপালক ! আমি আশংকা করি যে, উহারা আমাকে অস্বীকার করিবে,

  আয়াত নম্বরঃ ১৩;
وَيَضِيْقُ صَدْرِىْ وَلَا يَنْطَلِقُ لِسَانِىْ  فَاَرْسِلْ اِلٰى هٰرُوْنَ
 'এবং আমার হৃদয় সংকুচিত হইয়া পড়িতেছে, আর আমার জিহবা তো সাবলীল নাই ! সুতরাং হারূনের প্রতিও প্রত্যাদেশ পাঠাও।

 আয়াত নম্বরঃ ১৪;
وَلَهُمْ عَلَىَّ ذَنْۢبٌ فَاَخَافُ اَنْ يَّقْتُلُوْنِ‌ۚ
'আমার বিরুদ্ধে তো উহাদের এক অভিযোগ আছে, আমি আশংকা করি উহারা আমাকে হত্যা করিবে।'

  আয়াত নম্বরঃ ১৫;
قَالَ كَلَّا‌   ۚ فَاذْهَبَا بِاٰيٰتِنَآ‌ اِنَّا مَعَكُمْ مُّسْتَمِعُوْنَ
আল্লাহ্ বলিলেন, 'না, কখনই নহে, অতএব তোমরা উভয়ে আমার নিদর্শনসহ যাও, আমি তো তোমাদের সঙ্গে আছি, শ্রবণকারী।


 
 


Post a Comment

0 Comments